চিত্রকূট, 21 নভেম্বর:উত্তরপ্রদেশে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গেল দুই শিশু-সহ পাঁচজনের ৷ গুরুতর আহত হয়েছেন ছয়জন ৷ মঙ্গলবার চিত্রকূট জেলায় একটি বাস এবং একটি বোলেরোর মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ৷ আহতদের প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে প্রয়াগরাজে তাঁদের রেফার করা হয় ।
দুর্ঘটনাটি ঘটেছে বাগরেহি গ্রামের কাছে জাতীয় সড়কের উপর, রায়পুরা এলাকায় । মঙ্গলবার রাজ্য পরিবহণ নিগমের বাসটি চিত্রকূট থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল ৷ সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় । ওই গাড়িতে 11 জন যাত্রী ছিলেন ৷ তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি ছয়জন গুরুতর আহত হন ।
এই ঘটনার খবর পেয়ে রায়পুরা থানার একটি দল ঘটনাস্থলে যায় । জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক আনন্দ ও পুলিশ সুপার বৃন্দা শুক্লা গোটা উদ্ধার অভিযানের তদারকি করেন এবং আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠান । সংঘর্ষের তীব্রতায় বোলেরোটি প্রায় বাসের নিচে চাপা পড়ে যায় । বাসের নিচে আংশিকভাবে আটকে থাকা ক্ষতিগ্রস্ত গাড়িটিকে অনেক চেষ্টার পর ওঠানো সম্ভব হয় । বাসের দুই যাত্রীও সামান্য আহত হয়েছেন এবং প্রাথমিক চিকিৎসার পর অন্য একটি বাসে তাঁদের গন্তব্যে পাঠানো হয়েছে ।
এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দুই ব্যক্তি, একজন মহিলা ও দুই শিশু । পুলিশ সুপার বৃন্দা শুক্লা বলেন যে, একটি দুর্ঘটনার মামলা নথিভুক্ত করা হয়েছে, যেখানে একটি বাসের সঙ্গে বোলেরোটি ধাক্কা খেয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে । বোলেরোর আরও ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং বাসের দুই যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি ৷ তাঁর কথায়, "তদন্ত শুরু করা হয়েছে । চালককে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঠিক কী হয়েছিল তা স্পষ্টভাবে বোঝার জন্য এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হবে ৷"
আরও পড়ুন:
- প্রকাশ্যে সিল্কিয়ারা টানেলে আটকে থাকা 41 জন শ্রমিকের ছবি-ভিডিয়ো
- জেলাশাসকের গাড়ি পিষে মারল রাস্তায় থাকা লোকজনকে! মৃত এক শিশু-সহ 3