পিলিভিট/শামলি (উত্তরপ্রদেশ), 23 ফেব্রুয়ারি:উত্তরপ্রদেশের পিলিভিট ও শামলিতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় (UP Road Accidents) মৃত্যু হল 6 বন্ধুর । পিলিভিটের বিসালপুর হাইওয়েতে একটি গাড়ি বাইক আরোহী তিন বন্ধুকে ধাক্কা দেয় ৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় । ওই একই সময়ে, অর্থাৎ বুধবার গভীর রাতে শামলির কৈরানা কোতোয়ালি এলাকায় একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি ডাম্পারের ৷ গাড়িতে থাকা পাঁচ বন্ধুর মধ্যে তিনজনের মৃত্যু হয় (Road Accidents in Pilibhit and Shamli)৷ দুজন গুরুতর আহত হয়েছেন ।
পিলিভিটের সড়ক দুর্ঘটনা: বিসালপুরের অফিসার ইনচার্জ প্রবীণ কুমার জানিয়েছেন যে, এলাকার টিকরি মাফি গ্রামের বাসিন্দা কুলদীপ গাংওয়ারের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল রুরিয়া গ্রামের বাসিন্দা সূর্য প্রতাপ এবং কাটাকাওয়ারা গ্রামের বাসিন্দা দীপক গাঙ্গওয়ারের । বুধবার গভীর রাতে তিন বন্ধু মোটর সাইকেলে চেপে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় পিলিভিট-বিসালপুর মহাসড়কের পাকাড়িয়া গ্রামের কাছে একটি গাড়ি বাইক আরোহী তিন যুবককে ধাক্কা মারে ।
পুলিশের অফিসার ইন-চার্জ জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে বিসালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।