জোশীমঠ, 10 জানুয়ারি: জোশীমঠে ধসের ঘটনায় নতুন করে ফাটল দেখা দিল করণপ্রয়াগ এলাকার বেশ কয়েকটি বাড়িতে ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, চামোলি জেলার করণপ্রয়াগ পৌরসভার বহুগুণা নগরের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ সেই ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ৷ এরই মধ্যে জোশীমঠে আজ থেকে বিপজ্জনক বাড়ি ও হোটেল ভাঙার কাজ শুরু করছে প্রশাসন (Unsafe Buildings will Demolished in Landslide Effected Joshimath) ৷ মূলত, যে বাড়ি ও হোটেলগুলিতে ফাটল দেখা দিয়েছে এবং যে কোনও সময় ধসে যেতে পারে, সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে ৷
মঙ্গলবার জোশীমঠের মালারি ইন এবং মাউন্ট ভিউ হোটেল ভাঙা হবে ৷ এই দু’টি হোটেল সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে বলে মনে করে প্রশাসন ৷ আর ওই হোটেল দু’টির আশেপাশের বিপজ্জনক এলাকা থেকে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জোশীমঠের এই বহুতলগুলি ভাঙার কাজ হবে রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের নজরদারিতে ৷ কেন্দ্রীয় এই সংস্থার বিশেষজ্ঞরা দাঁড়িয়ে থেকে বিপজ্জনক অবস্থায় থাকা হোটেল দু’টি ভাঙার কাজ করাবেন ৷ পাশাপাশি, অন্য বাড়ি ও হোটেলের ক্ষেত্রেও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল নেতৃত্ব দেবে ৷