নয়াদিল্লি, 29 জুন : সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে ৷ পরিযায়ী শ্রমিক (Migrant Worker) ইস্যুতে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের উদাসীন মনোভাবের সমালোচনা করেছে শীর্ষ আদালত ৷ বিভিন্ন সরকারি সুবিধা পরিযায়ী ও অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পাইয়ে দিতে একটি পোর্টাল তৈরি করার কথা ছিল কেন্দ্রের ৷ যেখানে নাম নথিভুক্ত করে শ্রমিকরা সরকারি সুবিধা পাবেন ৷ সেই পোর্টাল তৈরিতে কেন্দ্রের এই উদাসীন মনোভাব ক্ষমার অযোগ্য বলেও এদিন জানিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ ও এমআর শাহের ডিভিশন বেঞ্চ ৷
ওই বেঞ্চ এদিন জানিয়েছে, শ্রমিকরা নাম নথিভুক্ত করতে পারলে, তবেই রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাঁদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে পারবে ৷ কিন্তু যতক্ষণ না এই নথিভুক্ত করার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ পরিযায়ী শ্রমিকদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ঘোষণা কাগজেই থেকে যাবে ৷ ওই শ্রমিকরা সবরকম সুবিধা থেকে বঞ্চিত হবেন ৷
আরও পড়ুন :31 জুলাইয়ের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের
আদালত জানিয়েছে, এই ব্যবস্থা 2018 সালের 21 অগস্টের মধ্যে তৈরি করার কথা ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ৷ কিন্তু তারা পরিযায়ী শ্রমিকদের ভালোর জন্য এই কাজ এখনও করে উঠতে পারল না ৷ অথচ এই প্যানডেমিকের সময় অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য এই কাজ করা খুবই গুরুত্বপূর্ণ ৷