উন্নাও, 18 জানুয়ারি: উন্নাও ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলদীপ সেঙ্গারের প্যারোল মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট ৷ তারপরেই সাক্ষীদের হুমকি দেওয়া এবং প্রাণনাশের আশঙ্কা করলেন উন্নাওয়ের নির্যাতিতা (Unnao Rape Victim Fears Intimidation) ৷ তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন, কুলদীপ সেঙ্গারকে হেফাজতে রাখা হোক ৷ এই বিষয়ে তিনি একটি ভিডিয়ো প্রকাশ করেছেন ৷ তাতে নির্যাতিতার আবেদন, সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ককে সিবিআই-এর নজরদারিতে দিল্লি পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিক শীর্ষ আদালত ৷
উল্লেখ্য, মেয়ের বিয়েতে সামিল হওয়ার জন্য, মঙ্গলবার কুলদীপ সেঙ্গারের 15 দিনের প্যারোল মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট (Convict Kuldeep Sengar Gets 15 Days Parole) ৷ আগামী 27 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে শর্তসাপেক্ষে প্যারোল মুক্তি দিয়েছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ বলা হয়েছে, স্থানীয় পুলিশ স্টেশনে এই 15দিন রোজ হাজিরা দিতে হবে সেঙ্গারকে ৷ এবং দু’দফায় 1 লক্ষ টাকা করে জমা দিতে হবে ৷ কিন্তু, সেঙ্গারের প্যারোল মঞ্জুর হতেই আতঙ্কিত উন্নাও কাণ্ডের নির্যাতিতা ৷
তিনি একটি ভিডিয়ো-তে সুপ্রিম কোর্টকে করা আবেদনে বলেছেন, "দিল্লি হাইকোর্ট কুলদীপ সেঙ্গারের প্যারোল মঞ্জুর করার পর, আমার সাক্ষী এবং আইনজীবীদের প্রাণ সংকটে রয়েছে ৷ তাঁকে জেল থেকে বের করে সিবিআই-এর নজরদারিতে দিল্লি পুলিশের হেফাজতে রাখা হোক ৷ কারণ, ও নিজের মেয়ের বিয়েতে 15 দিনের জন্য যাচ্ছে ৷ এই সময়ে আমার সব সাক্ষী এবং আইনজীবীদের ও মেরে ফেলতে পারে ৷ আমার আবেদন মঞ্জুর করলে আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকব ৷"