পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

University Grants Commission: বিশ্ববিদ্যালয়গুলিকে ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর ছাপাতে বাধা ইউজিসির - মণিশ জোশি

বিশ্ববিদ্যালয়গুলিকে ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর ছাপানো যাবে না ৷ এমনই জানানো হয়েছে ইউজিসি'র তরফে ৷

University Grants Commission
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 4:49 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: ডিগ্রি এবং অস্থায়ী শংসাপত্র বা প্রভিসনাল সার্টিফিকেটগুলিতে থাকবে না শিক্ষার্থীদের আধার নম্বর ৷ ইউনিভার্সিটিগুলিকে এমনই নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । বিভিন্ন রাজ্যের সরকার বিশ্ববিদ্যালয়গুলির তরফে জারি করা অস্থায়ী শংসাপত্র এবং ডিগ্রিগুলিতে সম্পূর্ণ আধার নম্বর ছাপানোর বিষয়ে বিবেচনা করছে ৷ এটি করা হচ্ছে নিয়োগ বা ভরতির সময় উল্লিখিত নথিগুলির যাচাইকরণে সুবিধার জন্য ৷ এই বিষয়টি সামনে আসার পরই ইউজিসির তরফে ডিগ্রি এবং অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর না রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ইউজিসি'র সচিব মণিশ জোশি বিশ্ববিদ্যালয়গুলিকে একটি চিঠিতে বলেছেন, "নিয়মানুযায়ী আধার নম্বরের অধিকারী কোনও অবস্থাতেই তার কোনও ডেটাবেস বা রেকর্ড সম্বলিত তথ্য প্রকাশ করতে পারবে না ৷ যদি না নম্বরটি যথাযথ উপায়ে সংশোধিত বা মুছে দেওয়া হয় ৷" তাঁর কথায়, ডিগ্রি এবং অস্থায়ী শংসাপত্রগুলিতে আধার নম্বর ছাপানোর অনুমতি দেওয়া হবে না । উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উচিত কঠোরভাবে ইউআইডিএআই-এর নিয়ম ও প্রবিধান মেনে চলা বলে তিনি জানান ৷

আরও পড়ুন:রাজ্যের 2টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে ইউজিসির তালিকায়

ইতিমধ্যে দেশে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ করা বাধ্যতামূলক হয়েছে ৷ তার জেরে সংবেদনশীল তথ্য চুরি হয়ে যাচ্ছে ও জালিয়াতির শিকার হচ্ছে মানুষ ৷ বিশেষজ্ঞরা বলছেন, প্রতারকরা গ্রাহকদের নেট ব্যাংকিং অ্যাকাউন্টের ওটিপি, পিন এবং পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে ডিজিটাল জালিয়াতি করার জন্য বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করছে । তাদের ফাঁদে পড়া মানে নিজের সর্বস্ব খোয়ানো ৷ তাই জালিয়াতি থেকে বাঁচতে সাধারণ মানুষকে সংবেদনশীল তথ্য এবং ব্যক্তিগত ডেটা অত্যন্ত গোপনীয় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে । সেক্ষেত্রে আধার নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ ৷ এর অপব্যবহার যাতে না হয় তাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই সিন্ধান্ত বলে মনে করা হচ্ছে ৷ ( সংবাদ সংস্থা-পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details