নিউইয়র্ক, 12 মে : বর্তমান অর্থবর্ষে ভারতের অর্থনীতি 7.5 শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ ৷ তবে, সেই সঙ্গে সতর্কও করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘের তরফে ৷ যেখানে বলা হয়েছে, করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে, আগামী অর্থবর্ষে অর্থনীতির অবস্থা অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়বে ৷
মঙ্গলবার মিড-ইয়ার ইকনমির বিশ্ব অর্থনীতির পরিস্থিতি এবং সম্ভাবনার তথ্য প্রকাশিত হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিকে পুনরুদ্ধার করতে কোভিড-19 এর ভ্যাকসিনের প্রাপ্তি খুবই খারাপ অবস্থায় রয়েছে ৷ যেখানে ভারতের অবস্থা আরও করুন বলে উল্লেখ করা হয়েছে ৷ ভারতে সবাই ভ্যাকসিন পাচ্ছে না এবং ভ্যাকসিনের বিপুল চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না ৷ বর্তমান পরিস্থিতিকে বিচার করে, ভবিষ্যতে ভারতের আর্থিক বৃদ্ধির অবস্থা ভঙ্গুর হয়ে পড়বে বলে রাষ্ট্রসঙ্ঘের তরফে সতর্ক করা হয়েছে ৷