সুরাত, 23 সেপ্টেম্বর:গুজরাতে অন্যকরম গণেশ বন্দনা ৷ প্রায় 182.3 ক্যারেট এবং 36.5 গ্রাম ওজনের একটি হীরে গণেশ রূপে পূজিত হয় সুরাতের ব্যবসায়ী কানুভাই আসোদরিয়ার বাড়িতে ৷ এটির নাম করম ডায়মন্ড ৷ হীরাটি নাকি কোহিনুরের চেয়েও বড় ৷ এমনটাই দাবি করেছেন কানুভাই ৷ জানা গিয়েছে, এই হীরা ব্যবসায়ীর বাড়িতে একটি জাদুঘর রয়েছে ৷ সেখানকার দেওয়ালেই শোভা পায় ভগবান গণেশের প্রতিরূপ হীরাটি ৷ প্রত্যেক গণেশ চতুর্থীতে সেখান থেকে নামিয়ে বিঘ্ননাশককে বন্দনা করা হয় ৷ কানুভাইয়ের দাবি, হীরাটি আফ্রিকার খনি থেকে বের করা হয়েছে ।
কোহিনুরের চেয়েও বড় গণেশরূপী হীরা
মূল্যবান হীরেটিতে গণপতির প্রতিরূপ প্রাকৃতিকভাবে ফুটে উঠেছে ৷ কানুভাইয়ের পরিবারের সদস্যরা সেটি শ্রদ্ধার সঙ্গে পুজো করেন । কানুভাই বলেছেন, "লন্ডনের ভারতীয় ডায়মন্ড ইনস্টিটিউট এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এটিকে একটি অনন্য হীরে হিসাবে স্বীকৃতি দিয়েছে ৷ হীরেটিকে পরীক্ষাগারে প্রক্রিয়াজাত বা পালিশ করা হয়নি। এই হীরাটি খনি থেকে বের করা হয়েছিল । তখন এটি প্রাকৃতিকভাবে গণেশ রূপেই ছিল । লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এটিকে বিশ্বের অনন্য হীরে হিসাবে শংসাপত্রও দিয়েছে।"