চুরু (রাজস্থান), 6 মার্চ: অদ্ভুত দর্শন বাচ্চার জন্ম নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজস্থানের চুরু জেলার রতনগড়ে ৷ সোমবার রতনগড়ের গঙ্গারাম বেসরকারি হাসপাতালে জন্ম হয় এই অদ্ভূত শিশুটির (Strange Baby Born)৷ চার হাত ও চার পা নিয়ে জন্ম নেওয়া সদ্যজাতকে ঘিরে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে ৷
এই বিষয়ে চিকিৎসক কৈলাশ সোঙ্গারা জানান, রাজলদেসরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজারি সিংয়ের স্ত্রী মমতা কানওয়ার রবিবার রাত 8টায় হাসপাতালে প্রসবের জন্য ভর্তি হন ৷ এরপর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায় মহিলার পেটে এক অদ্ভুত দর্শন বাচ্চা রয়েছে ৷ যার দু'টি হৃদপিণ্ড রয়েছে ৷ এই বিষয়টি পরিবারকেও জানানো হয় ৷ এর একঘণ্টা পর স্বাভাবিক প্রসবেই ওই বাচ্চাটির জন্ম দেন মহিলা ৷ প্রসবের পর প্রায় 20 মিনিট বেঁচে ছিল সদ্যোজাত (Astonished Child)৷ তারপরই মারা যায় ৷ নবজাতকের একটি মাথা, চারটি হাত, চারটি পা, দুটি হৃৎপিণ্ড ও দুটি মেরুদণ্ড ছিল ৷