নয়া দিল্লি, 28 জুলাই:দেশের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে 'কুরুচিকর' মন্তব্য বিতর্কে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি দেশের সর্বোচ্চ নাগরিককে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করেছেন দাবি করে কংগ্রেসকে নিশানা করলেন মোদি মন্ত্রিসভার এই সদস্য ৷ পাশাপাশি কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন তিনি (Congress leader Adhir Chowdhury sparked controversy) ৷ তাঁর কথায়, "অধীর ভালোভাবেই জানতেন এ ধরনের মন্তব্য করা মানে রাষ্ট্রপতি পদের অসম্মান করা ৷ পাশাপাশি ভারতীয় মূল্যবোধেও যে আঘাত লাগবে তাও তাঁর জানা ছিল ৷ তবু এই মন্তব্য করেছেন ৷ কংগ্রেসের উচিত ক্ষমা চাওয়া ৷" জানা গিয়েছে, দিল্লিতে একটি প্রতিবাদে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করেন অধীর ৷ তবে ক্ষমা চাইতে নারাজ অধীর ৷ তাঁর দাবি তিনি কোনও অপরাধ করেননি তাই ক্ষমা চাওয়ার কোনও কারণ নেই ৷
সাংবাদিকদের স্মৃতি জানান, ভারতের রাষ্ট্রপতি হয়ে ইতিহাস রচনা করেছেন আদিবাসী পরিবারে এই সন্তান ৷ অথচ প্রথম থেকেই কংগ্রেস তাঁর সম্পর্কে কুরুচিকর কথা বলে চলেছে ৷ এনডিএ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরও কংগ্রেসের তরফে আক্রমণ করা হয় ৷ দলের নেতা অজয় কুমার বলেন দ্রৌপদী ভারতের অশুভ দর্শনের প্রতিনিধি ৷ যদিও তিনি জানান, তাঁর মন্তব্যের লক্ষ্য কোনও ব্যক্তি নন ৷ এখন দেশে নানারকমের অশুভ ঘটনা ঘটছে সেটা বোঝাতেই তিনি এই মন্তব্য করেছেন ৷ আক্রমণ সেখানেই থেমে যায়নি ৷ দ্রৌপদী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরও আক্রমণ চলছে বলে দাবি করেন স্মৃতি ৷