পানাজি, 11 জানুয়ারি : গতরাতে দুর্ঘটনার কবলে পড়ে আয়ূষ ও প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েকের গাড়ি। কর্নাটকে উত্তর কন্নড় জেলায় তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়ে । মন্ত্রী ও তাঁর স্ত্রী ইয়েল্লেপুর থেকে গোকর্ণের দিকে যাচ্ছিলেন । গাড়িতে ছিলেন মন্ত্রীর আপ্তসহায়কও ।
নিউকাম্বি এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে শ্রীপদ নায়েকের গাড়ির সংঘর্ষ হয় । সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মন্ত্রীর গাড়িটি । দুর্ঘটনার সময় তাঁর গাড়িতে চালক সহ চার জন ছিলেন । প্রত্যেকেই গুরুতর আহত হন । মন্ত্রীর স্ত্রী ও তাঁর আপ্তসহায়কের অবস্থা ছিল আশঙ্কাজনক । তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় তাঁদের । হাসপাতালে নিয়ে যাওয়া হলে মন্ত্রীর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে হাসপাতালে মৃত্যু হয় মন্ত্রীর আপ্তসহায়কেরও ।
শ্রীপদ নায়েক বর্তমানে বাম্বোলিমে গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী । কেন্দ্রীয় মন্ত্রীর চিকিৎসায় যাতে সবরকম বন্দোবস্ত করা হয় তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন তিনি ।