নয়া দিল্লি, 26 জানুয়ারি : 72 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় সড়ক ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি৷ মঙ্গলবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিজের বাসভবনে জাতীয় পতাকা তোলেন কেন্দ্রের এই মন্ত্রী৷ তার পর তিনি টুইট করেন৷ সেখানে তিনি লেখেন, ‘‘সাধারণতন্ত্র দিবসে দেশের সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাই৷’’
এবার রাজধানীর রাজপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে উঠে এল এক টুকরো ভারত৷ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথমবার সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করল লাদাখ৷ অন্যদিকে রাফাল থেকে কোরোনা, রাম মন্দিরের ট্যাবলোও এদিন জায়গা পেয়েছে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে৷