রাইগড় (মহারাষ্ট্র), 30 অগস্ট :কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে ডেকে পাঠাল বিজেপির জাতীয় নেতৃত্ব ৷ আজ, সোমবারই তাঁর মহারাষ্ট্র থেকে গোয়া হয়ে দিল্লি পৌঁছানোর কথা ৷ যদিও আজই তাঁকে মাহাড়ের ক্রাইম ব্রাঞ্চ ডেকে পাঠিয়েছিল ৷ কিন্তু তিনি সেখানে যাচ্ছেন না বলে খবর ৷ বদলে তাঁর একটি মেডিক্যাল সার্টিফিকেট ক্রাইম ব্রাঞ্চের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷
সম্প্রতি নারায়ণ রানে খবরে এসেছেন ৷ দলের হয়ে একটি কর্মসূচিতে যোগদান করার সময় তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে কটূক্তি করেন বলে অভিযোগ ৷ সেই নিয়ে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্র ৷ শিবসেনা কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান ৷ বেশ কয়েকটি জায়গায় বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় ৷
আরও পড়ুন :Rajnath Singh: ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির
এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ তাঁকে মহারাষ্ট্রের রত্নাগিরি থেকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু তাঁকে আট ঘণ্টার বেশি ধরে রাখতে পারেনি তারা ৷ আদালত থেকে জামিন পেয়ে যান তিনি ৷ 15 হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেয় আদালত ৷ তবে তাঁকে রাইগড়ের আলিবাগে 30 অগস্ট ও 13 সেপ্টেম্বর পুলিশ সুপারের অফিসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয় ৷