পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kiren Rijiju: গাড়িতে ধাক্কা ট্রাকের, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী

শনিবার জম্মু-কাশ্মীরের রামবানে দুর্ঘটনার মুখে পড়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর গাড়ি ৷ তবে মন্ত্রীর কোনও চোট লাগেনি এই দুর্ঘটনায় ৷

Etv Bharat
কিরেন রিজিজুj গাড়ি দুর্ঘটনার কবলে

By

Published : Apr 8, 2023, 11:02 PM IST

জম্মু, 8 এপ্রিল: বড় দুর্ঘটনার হাত থেকে শনিবার রক্ষা পেলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ এদিন জম্মু-কাশ্মীরের রামবান জেলার বানিহাল এলাকায় দুর্ঘটনায় পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ৷ একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির ৷ ফলে ক্ষতিগ্রস্ত হয় কিরেন রিজিজুর গাড়ি ৷ যদিও এই ঘটনায় মন্ত্রীর কোনও চোট লাগেনি ৷ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তাঁর সঙ্গে থাকা অন্যান্যরাও ৷

জানা গিয়েছে, এদিন বিকেলের পর যখন রামবানে জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর দিয়ে কিরেন রিজিজুর কনভয় যাচ্ছিল, সে সময় যানজটে আটকে পড়া একটি ট্রাকের চালক সেটিকে ঘোরানোর চেষ্টা করছিলেন ৷ তখনই দুর্ঘটনাবশত ট্রাকটির সঙ্গে ধাক্কা লেগে যায় কেন্দ্রীয় আইন মন্ত্রীর এসইউভি'র সঙ্গে ৷ ঘটনার পরেই গাড়িটির দিকে ছুটে যান রিজিজুর কনভয়ে থাকা তাঁর নিরাপত্তারক্ষীরা ৷ তবে কোনও আঘাত না লাগায় আইনমন্ত্রী নিজেই হেঁটে অন্য গাড়িতে উঠে গন্তব্যের দিকে এগিয়ে যান ৷ সেই মুহূর্তের ভিডিয়োও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

এই দুর্ঘটনা প্রসঙ্গে রামবান পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় কেউ আহত হননি ৷ কিরেন রিজিজুকেও সাবধানে তাঁর গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশের এডিজি মুকেশ সিংও এই ঘটনার কথা স্বীকার করেছেন ৷ উল্লেখ্য, এদিন জম্মু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রথমে যোগ দেন কিরেন রিজিজু ৷ ডোগরি ভাষায় দেশের সংবিধানের যে অনুবাদ করা হয়েছে তার প্রথম সংস্করণের উদ্বোধন করেন তিনি ৷ এরপর উধমপুরে একটি লিগাল সার্ভিস ক্যাম্পে তাঁর যোগ দিতে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় শিশু সহ একই পরিবারের মৃত ছয়

উল্লেখ্য, শ্রীনগর থেকে সড়ক পথে জম্মুর দূরত্ব প্রায় 250 কিমি ৷ পাহাড়ি রাস্তা দিয়েই ওই শহরে যেতে হয় ৷ এর আগেও জম্মু-শ্রীনগর হাইওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷ প্রাণও হারিয়েছেন অনেকে ৷ এছাড়াও পাহাড়ি ধসের ঘটনাও ঘটে এই এলাকায় ৷ তাই পাহাড়ি খাদ ঘেরা এই হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় সব সময়েই গাড়ির গতি কম রাখা হয় ও সতর্ক থাকতে হয় ৷

ABOUT THE AUTHOR

...view details