নয়াদিল্লি, 2 অক্টোবর: একশো দিনের কাজের প্রকল্প নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং ৷ সোমবার তিনি অভিযোগ করেছেন, একশো দিনের কাজের প্রকল্পের নামে গরিবদের লুট করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷
এ দিন নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং ৷ সেখানে তিনি অভিযোগ করেন, 2022 সালের মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে 54 হাজার 150 কোটি টাকা একশো দিনের কাজের প্রকল্পে দেওয়া হয়েছিল ৷ সেখানে 14 হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে ৷
গিরিরাজের আরও অভিযোগ, যে টাকা দেওয়া হয়েছিল, সেই টাকায় কোনও কাজ করেনি বাংলার সরকার ৷ তদন্তের সময় নানা যুক্তি দেওয়া হয়েছিল ৷ কখনও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার অজুহাত দেওয়া হয়েছে ৷ কাজের পর তৈরি ফলক হাতিতে ভেঙে দেওয়া হয়েছে বলে অজুহাত দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:সিবিআই তদন্তের হুমকি গিরিরাজের, স্বাগত জানিয়ে মন্ত্রীকে পালটা গ্রেফতারির দাবি অভিষেকের
গিরিরাজের আরও দাবি, বাংলাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 45 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল ৷ পরে আরও 11 লক্ষ বাড়ি আবার অনুমোদন করা হয় ৷ কিন্তু তদন্তের পর দেখা যায় যে যাঁদের দু’তলা বাড়ি, তাঁদের আবাস যোজনায় ঘরের টাকা দেওয়া হয়েছে ৷ আর যাঁদের প্রয়োজন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পায়নি ৷ এই প্রকল্পে 30 হাজার কোটি টাকা কেন্দ্রের তরফে বাংলার সরকারকে দেওয়া হয়েছে ৷ ইউপিএ আমলে 5400 কোটি টাকা দেওয়া হয়েছিল ৷
গিরিরাজ সিংয়ের বক্তব্য, ‘‘আমরা কোনও প্রকল্পের টাকা আটকে রাখিনি ৷ ...সরকার কোনও বিভেদ করেনি ৷ কিন্তু যখন মনরেগায় দুর্নীতি হল ৷ তদন্তে সহযোগিতা করা হল না ৷ আধার লিঙ্ক করানোর পর প্রায় লক্ষ জব কার্ডে হেরফের পাওয়া গিয়েছে ৷’’
উল্লেখ্য, কেন্দ্রের মোদি সরকার কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে বাংলার সঙ্গে বঞ্চনা করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের ৷ সেই কারণে আজ ও আগামিকাল (সোমবার ও মঙ্গলবার) দিল্লিতে ধরনা কর্মসূচি নিয়েছে বাংলার শাসক দল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই কর্মসূচি চলছে জাতীয় রাজধানীতে ৷ তার মাঝেই এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন:সাংবাদিক বৈঠকের মাঝেই অভিষেককে বাধা পুলিশের, বের করে দেওয়া হল রাজঘাট থেকে !