জবলপুর (মধ্যপ্রদেশ), 8 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে জিতলে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলেছে কংগ্রেস ৷ তাদের নির্বাচনী ইস্তেহারে বিষয়টি উল্লেখ রয়েছে ৷ আর তার রেশ গিয়ে পড়ছে দেশের অন্য রাজ্যে ৷ মধ্যপ্রদেশের জবলপুরে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে ৷ আর সেই ঘটনায় বজরং দলের পাশেই দাঁড়ালেন কেন্দ্রীয় ইস্পাত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কুলাসতে ৷ তাঁর হুশিয়ারি, বজরং দল বা তাঁদের কোনও সংগঠনের বিরুদ্ধে মন্তব্য করার আগে সাবধান হওয়া উচিত কংগ্রেসের ৷
জবলপুরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বজরং দল দেশ ও সমাজের স্বার্থে কাজ করে ৷ তাই এমন একটি সংগঠনের তুলনা নিষিদ্ধ পিউলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কখনই করা উচিত নয় ৷ বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন হিসেবে পরিচিত বজরং দল ৷ আর কর্ণাটকে নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে ৷ এ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু বিরোধী রাজনীতির অভিযোগে সরব হয় বিজেপি ৷ এবার এই রাজনৈতিক তরজার রেশ এসে পড়েছে জবলপুরে ৷ অভিযোগ, সেখানে কংগ্রেসের অফিসে ভাঙচুর চালিয়েছে বজরং দলের সদস্যরা ৷