পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bajrang Dal Ban Issue: সাপকে আঘাত করলে ছোবল মারবেই, বজরং দলের পাশে দাঁড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর - সাপকে আঘাত করলে ছোবল মারবেই

বজরং দলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ফগ্গন সিং কুলাসতে ৷ মধ্যপ্রদেশে কংগ্রেস কার্যালয়ে বজরং দলের ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে, তিনি পালটা কংগ্রেসের সমালোচনা করেন ৷

Bajrang Dal Ban Issue ETV BHARAT
Bajrang Dal Ban Issue

By

Published : May 8, 2023, 3:35 PM IST

বজরং দলের পাশে দাঁড়িয়ে কংগ্রেসের সমালোচনা কেন্দ্রীয় মন্ত্রীর

জবলপুর (মধ্যপ্রদেশ), 8 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে জিতলে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলেছে কংগ্রেস ৷ তাদের নির্বাচনী ইস্তেহারে বিষয়টি উল্লেখ রয়েছে ৷ আর তার রেশ গিয়ে পড়ছে দেশের অন্য রাজ্যে ৷ মধ্যপ্রদেশের জবলপুরে কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে ৷ আর সেই ঘটনায় বজরং দলের পাশেই দাঁড়ালেন কেন্দ্রীয় ইস্পাত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কুলাসতে ৷ তাঁর হুশিয়ারি, বজরং দল বা তাঁদের কোনও সংগঠনের বিরুদ্ধে মন্তব্য করার আগে সাবধান হওয়া উচিত কংগ্রেসের ৷

জবলপুরে সাংবাদিক বৈঠকে তিনি জানান, বজরং দল দেশ ও সমাজের স্বার্থে কাজ করে ৷ তাই এমন একটি সংগঠনের তুলনা নিষিদ্ধ পিউলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কখনই করা উচিত নয় ৷ বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন হিসেবে পরিচিত বজরং দল ৷ আর কর্ণাটকে নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে ৷ এ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু বিরোধী রাজনীতির অভিযোগে সরব হয় বিজেপি ৷ এবার এই রাজনৈতিক তরজার রেশ এসে পড়েছে জবলপুরে ৷ অভিযোগ, সেখানে কংগ্রেসের অফিসে ভাঙচুর চালিয়েছে বজরং দলের সদস্যরা ৷

এই সংগঠনের সমর্থনে সরব হয়ে ফগ্গন সিং কুলাসতে বলেন, "বজরং দল সাপের মতো ৷ একে আঘাত করলেই, ছোবল মারবে ৷ তাই কংগ্রেসের এইধরনের মন্তব্য করার আগে বেশ কয়েকবার ভাবা উচিত ৷" এ প্রসঙ্গে 1975 ও 1976 সালে কংগ্রেসের কী অবস্থা হয়েছিল, তার উল্লেখ করেন ফগ্গন সিং কুলাসতে ৷ সেই সময় মানুষ কংগ্রেসকে নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করেন তিনি ৷ পাশাপাশি, কংগ্রেসের এই ধরনের আচরণ বিজেপিও সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুলাসতে ৷

আরও পড়ুন:বুধবার ভোট, কর্ণাটকের মেগা প্রচার শেষ হচ্ছে দুপুরে

অন্যদিকে, কংগ্রেস কার্যালতে ভাঙচুরের বিষয়টিতে কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন, প্রতিবাদের একটা নির্দিষ্ট পন্থা রয়েছে ৷ সকলের সেটা মেনে চলা উচিত ৷ আর যাতে সাধারণের সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয়, সেটাও মাথায় রাখতে হবে বলে জানান কেন্দ্রীয় ইস্পাত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ আগামী 10 মে কর্ণাটক বিধানসভার নির্বাচন ৷ ফলপ্রকাশ হবে 13 মে শনিবার ৷

ABOUT THE AUTHOR

...view details