নয়াদিল্লি, 8 জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ শনিবার তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে তাঁর সরাসরি প্রশ্ন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনকি বাধ্যবাধকতা আছে যে তিনি বাংলায় খুন, অগ্নিসংযোগ, নৈরাজ্য ছাড়া কোনও নির্বাচনে বিশ্বাস করেন না ?’’
পঞ্চায়েত ভোট নিয়ে উত্তপ্ত বাংলা: শনিবার সকাল থেকে রাজ্য়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ মনোনয়ন থেকে প্রচার পর্বে হিংসার যে ছবি ধরা পড়েছিল, তা এ দিনও অব্যাহত ৷ কোথাও মারামারি, বোমাবাজির খবর এসেছে, তো কোথাও ভোট লুঠ, ব্যালট বাক্স পুকুরে ও নদর্মায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিক ৷ এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা ৷
আরও পড়ুন:রক্তাক্ত ভোটে জেলায় জেলায় অব্যাহত মৃত্যুমিছিল; প্রশ্নের মুখে কমিশন
অনুরাগ ঠাকুরের তোপ: এই নিয়েই এ দিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ তিনি বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে নির্বাচনের ঘোষণা, অর্থাৎ গণতন্ত্রের হত্যার শুরু ৷ লোকেদের সঙ্গে মারামারি, গুলি চালানো, বোমাবাজি, এগুলো খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ একবার নয়, এই ধরনের অনেক উদাহরণ পাওয়া গিয়েছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘ব্যালট বাক্স লুট করা হচ্ছে ৷ গণতন্ত্রের হত্যা হচ্ছে৷ মানুষের মাথা ফাটানো হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে ৷ ভোটে জেতার জন্য কতটা নিচে নামতে পারে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের নেতারা, তা দেখাই যাচ্ছে ৷’’
রাহুল গান্ধিকেও আক্রমণ: এই নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেও আক্রমণ করেছেন ৷ বলেছেন, ‘‘রাহুল গান্ধি মুখবন্ধ করে রয়েছেন ৷ ওঁকে মমতার সঙ্গে জোট করতে হবে ৷ কিন্তু মমতা ওঁকে বলছেন বাংলায় না আসার জন্য ৷’’ তাই তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘গণতন্ত্রের হত্যার বিরুদ্ধে রাহুল গান্ধি কি কিছু বলবেন ? মল্লিকার্জুন খাড়গে কি কিছু বলবেন ? বিরোধীরা কি কিছু বলবে ? যাঁরা পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেন তাঁরা কি কিছু বলবেন ? তাঁরা কি এখানে গণতন্ত্রের হত্যা দেখতে পাচ্ছেন না !’’
আরও পড়ুন:এবার বাসন্তী, বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী