নয়াদিল্লি, 31 অক্টোবর: দেশের মানুষের একাংশের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সেই নিয়ে এবার সরাসরি তাঁকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Union Law Minister Kiren Rijiju) ৷ তাঁর দাবি, বাংলায় আইনের শাসন নেই ৷ এখানে তৃণমূলের আইনের শাসন চলে ৷
প্রসঙ্গত, রবিবার কলকাতায় এক অনুষ্ঠান হাজির হয়ে নাম না করে বিজেপি (BJP) ও মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেশের প্রধান বিচারপতি উমেশ উদয় ললিতের (CJI UU Lalit) উপস্থিতিতেই মঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করেছিলেন, দেশের মানুষের একাংশের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে ৷ গণতন্ত্র বাঁচাতে বিচার ব্যবস্থাকে আরও সক্রিয় হওয়ার আবেদন করেছিলেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছিলেন যে এমন চলতে থাকলে দেশজুড়ে রাষ্ট্রপতি শাসনের সরকার তৈরি হবে ৷
মমতার এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয় ৷ বিরোধীরা অনেকেই মমতার এই মন্তব্যের সমালোচনা করেন ৷ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুও সমালোচনা করেন মুখ্যমন্ত্রীর ৷ এই নিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য ৷