নয়াদিল্লি, 9 অগস্ট: বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আগামিকাল বৃহস্পতিবার জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার আগে আজ, বুধবার এই প্রস্তাবের উপর জবাব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আজ বিকেল 5টা নাগাদ তাঁর এই প্রস্তাবের উপর জবাব দেওয়ার কথা ৷
লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ মন্ত্রী পরিষদের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনেন ৷ মঙ্গলবার থেকে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ ওই দিন সরকার ও বিরোধী দুই পক্ষের অনেক গুরুত্বপূর্ণ সাংসদ এই বিতর্কে অংশগ্রহণ করেছেন ৷ বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয়দিন শুরু হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ভাষণ দিয়ে ৷
প্রত্যাশিতভাবে রাহুল গান্ধি নিশানা করেছেন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ মণিপুরের হিংসা নিয়ে তিনি কেন্দ্রের মোদি সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ৷ তাঁর ভাষণের পরই এ দিন লোকসভায় এই বিতর্কের উপর বলেন মোদি সরকারের মন্ত্রী বিজেপির স্মৃতি ইরানি ৷ তিনি সরকার পক্ষের বক্তব্য তুলে ধরার পাশাপাশি রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি-সহ বিরোধীদের আক্রমণ করেন ৷