পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Ordinance Bill : সোমবার রাজ্যসভায় দিল্লি বিল আনছে কেন্দ্র, সেদিনই ভোটাভুটির সম্ভাবনা

Amit Shah move Delhi Ordinance Bill in Rajya Sabha: লোকসভার পর এবার রাজ্যসভায় দিল্লি পরিষেবা বিল আনতে চলেছে কেন্দ্র ৷ সোমবার বিলের উপর আলোচনার পর ওইদিনই বিল পাশের জন্য ভোটাভুটি চায় সরকার পক্ষ ৷ বিজেপি সাংসদদের জন্য ইতিমধ্যেই হুইপ জারি করেছে দল ৷

Etv Bharat
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

By

Published : Aug 6, 2023, 7:21 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: লোকসভায় পাশ হয়ে গিয়েছে, আর দেরী না করে, এবার রাজ্যসভাতেও দিল্লি বিল আনছে কেন্দ্র ৷ সোমবারই রাজ্যসভায় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2023 পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিল নিয়ে ইতিমধ্য়েই একজোট হয়ে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)-কে সমর্থন করেছে অবিজেপি দলগুলি ৷ বিলের বিরোধিতায় লোকসভাতেও সরব হয়েছিল কংগ্রেস ৷

জানা গিয়েছে, আইনসভার কার্যপ্রণালী অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি সংসদের উচ্চকক্ষে উত্থাপন করবেন সোমবার। দিল্লির পরিষেবা অধ্যাদেশটি ইতিমধ্যেই গত বৃহস্পতিবার চরম হট্টগোলের মধ্যে লোকসভায় ধ্বনি ভোটে পাস হয়েছে। বিলে অসামরিক কর্মচারীদের বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজধানী সিভিল সার্ভিসেস অথরিটি গঠনের কথা বলা হয়েছে। জগনমোহন রেড্ডির পাশাপাশি বিজু জনতা দল (বিজেডি) এবং যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) বিলটিকে সমর্থন করছে ৷ লোকসভাতেও বিলের সমর্থনে সরকারের পাশেই দাঁড়িয়েছে তারা ৷ সুতরাং উচ্চকক্ষেও যে এরা বিলের পক্ষেই ভোট দেবে তা একরকম নিশ্চিত ৷

লোকসভায় বিলটির বিষয়ে বলতে গিয়ে, অমিত শাহ বলেছিলেন, যে সংবিধান সংসদকে দিল্লির ক্ষেত্রে যে কোনও আইন প্রণয়নের ক্ষেত্রে সমস্ত অধিকার দিয়েছে। অন্যদিকে, লোকসভায় বিল পাশ হওয়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, এটা আদতে জনগণের পিঠে ছুরি মারা হয়েছে। বিজেপি এর আগে 7 অগস্ট সোমবার রাজ্যসভায় উপস্থিত থাকার জন্য তাদের সদস্যদের জন্য হুইপ জারি করেছিল। কংগ্রেস-সহ বিরোধী 'ইন্ডিয়ে' জোট, যাদের 245 জন সদস্যের উচ্চ কক্ষে 31 জন সদস্য রয়েছে ৷ তারা এই বিলের বিরোধিতা করেছে। একই সঙ্গে, তারাও তাদের সদস্যদের ওইদিন হাজির থাকার জন্য জানিয়েছেন ৷

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়া সহজ হবে না ! উদ্বেগে কংগ্রেস

অন্যদিকে, রাজনৈতিক মহলের মতে, রাজ্যসভায় বিজেপির এককভাবে 92 জন সদস্য রয়েছে ৷ বিজেডি-এর 9 জন সদস্য, ওয়াইএসআরসিপি-এর 9 জন সদস্য এবং জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর সহযোগীদের সমর্থনে বিলটি পাস করা কেন্দ্রের শাসক দলের জন্য বিশেষ সমস্যা হওয়া উচিত নয়। ইতিমধ্যে, জনতা দল (ইউনাইটেড) যারা 'ইন্ডিয়া' জোটের অংশ, তারা বিলের বিরোধিতা করার জন্য ডেপুটি চেয়ারম্যান হরিবংশ-সহ তাদের পাঁচজন সদস্যর জন্য হুইপ জারি করেছে ৷ কংগ্রেসও তাদের সদস্যদের হাজির থাকতে বলেছে ৷ বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, দিল্লি পরিষেবা বিল সোমবার রাজ্যসভায় আনবে সরকার। বিলটির ওপর আলোচনা শেষ হওয়ার পর ওই দিন সন্ধ্যায় বিলটি পাসের জন্য ভোটাভুটির পথেই হাঁটবে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details