নয়াদিল্লি, 6 ডিসেম্বর : নাগাল্যান্ড গুলি-কাণ্ডের তদন্তে সিট গঠন, লোকসভায় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (union home minister amit shah says sit formed to investigate nagaland firing) ৷
গত শনি ও রবিবার নাগাল্যান্ডে সেনার গুলিতে 15 জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে (Nagaland Civilians Death) ৷ এই খবর সামনে আসতেই উত্তাল গোটা দেশের রাজনীতি ৷ সরব বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ সোমবার এই নিয়ে লোকসভায় আলোচনা হয় ৷ পরে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on Nagaland Firing) ৷
আরও পড়ুন :TMC Cancel Nagaland Visit : বিমানবন্দরে আটকানোর আশঙ্কায় শেষ মুহূর্তে বাতিল তৃণমূলের নাগাল্যান্ড সফর
লোকসভায় তিনি জানান, নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গি আছে বলে খবর পেয়েছিল ভারতীয় সেনাবাহিনী ৷ সেই কারণে অভিযান চলে ৷ সেই সময় ঘটনাস্থলে একটি গাড়ি পৌঁছায় ৷ সেটি আটকানোর চেষ্টা করা হয় ৷
অমিত শাহের দাবি, গাড়ি থামেনি ৷ বরং দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ তখন আশঙ্কা করা হয় যে ওই গাড়িতে জঙ্গি রয়েছে ৷ তাই গুলি চালানো হয় ৷ ওই গাড়িতে 8 জন ছিলেন ৷ তাঁদের মধ্যে 6 জনের মৃত্যু হয় ৷ তিনি জানিয়েছেন, পরে ভুল পরিচয়ের বিষয়টি জানা যায় ৷ আহত দু’জনকে সেনাই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷
অমিত শাহের দাবি, এই ঘটনা সামনে আসার পর স্থানীয় মানুষ সেনার ছাউনি ঘিরে ফেলে ৷ সেনার দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷ হামলা করে ৷ এতে সুরক্ষা বলের এক সেনার মৃত্যু হয় ৷ একজন আহত হন ৷ আত্মরক্ষার স্বার্থে ও ক্ষিপ্ত জনতাকে ঘটনাস্থল থেকে সরাতে সেনাকে গুলি চালাতে হয় ৷ এতে আরও সাতজনের মৃত্যু হয়েছে ৷ কয়েকজন আহত হন ৷