নয়াদিল্লি, 6 এপ্রিল : দিনকয়েক পরের দু'দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ ৷ বগটুই গণহত্যায় উত্তাল রাজ্য ৷ তদন্ত গিয়েছে সিবিআই-এর হাতে ৷ তারমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যসফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ ৷ সেই রাজ্য সফরের দশদিন আগেই আশঙ্কা প্রকাশ করে বিজেপির সেকেন্ড ম্যান জানালেন, বাংলার আইনশৃঙ্খলা ভাল না ৷ খুন হয়ে যেতে পারেন ৷ স্বভাবতই বঙ্গের অশান্তি নিয়ে এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস (Amit Shah says Law and order in Bengal is not good You can be killed) ৷
আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংয়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘আপনি গুজরাতের কথা বলছেন ৷ ভাগ্যিস বাংলায় জাননি ৷ গেলে খুন হয়ে যেতেন ৷’’ তাঁর এই মন্তব্যের বিরোধিতা শুরু করেন তৃণমূল সাংসদরা ৷ উত্তাল হয়ে ওঠে সংসদ কক্ষ ৷ তারপরেই অমিত শাহকে বলতে শোনা যায়, ‘‘এর আগে আমার গাড়িতে পাথর ছোঁড়া হয়েছে ৷ নাড্ডা'জির ওপর হামলা হয়েছে ৷ আমি ভুল কিছু বলিনি ৷’’