শিলিগুড়ি, ৫ মে: দু'দিনের বঙ্গ সফরের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে ফিরে এল সিএএ-এর প্রসঙ্গ (Amit Shah on CAA) ৷ বৃহস্পতিবার শিলিগুড়িতে এক জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) লাগু হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অমিত শাহ ৷ জানিয়েছেন, করোনা মিটলেই দেশে লাগু হবে সিএএ ৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি উত্তরবঙ্গে এসে একটা কথা পরিষ্কার জানাতে চাই, তৃণমূল কংগ্রেস সিএএ নিয়ে বিভ্রান্তি তৈরি করছে যে, সিএএ লাগু হবে না । আমি আজ বলে যাচ্ছি করোনার ঢেউ শেষ হলেই আমরা সিএএ লাগু করব ।"
করোনা গেলেই লাগু হবে সিএএ, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও পড়ুন : বাংলাকে কালিমালিপ্ত করতে চক্রান্ত চলছে, শাহকে নিশানা মমতার
এর পাশাপাশি এদিন এই ইস্যুতে তৃণমূলকেও বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি অমিত শাহ ৷ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলেন, "মমতা দিদি আপনি তো এটাই চান যে অনুপ্রবেশ চলতেই থাক এখানে, আর ভারতে যে শরণার্থীরা এসেছেন তাঁরা নাগরিকত্ব না পান । কিন্তু তৃণমূল কংগ্রেসীরা কান খুলে শুনুন সিএএ'র বাস্তবিকতা ছিল, বাস্তবিকতা আছে আর থাকবে । আপনি কিছু বদলাতে পারবেন না ।" অনুপ্রবেশের মাধ্যমে তৃণমূল উত্তরবঙ্গের পরিবেশ ও জনবিন্যাস বদলাতে চাইছে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম থেকেই সরব তৃণমূল-সহ বিরোধী দলগুলি ৷ এই আইনের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার বিভাজনের রাজনীতি করতে চাইছে বলে তাদের দাবি ৷ 2019 সালের ডিসেম্বরেই সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের প্রেক্ষিতে সিএএ নিয়ে আসে কেন্দ্র ৷ কিন্তু করোনা সংক্রমণের কারণে পিছিয়ে যায় এই আইন কার্যকরের বিষয়টি ৷ যখন মনে করা হচ্ছিল ঠান্ডা ঘরে চলে গিয়েছে এই আইন, তখন সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷