নয়াদিল্লি, 13 অগস্ট: 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্ত্রী সোনাল শাহের সঙ্গে নিজের বাড়িতে জাতীয় পতকা উত্তোলন করলেন তিনি । স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষ্যে আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত নাগরিকদের নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার । বেশ কয়েক দিন ধরে দেশ জুড়ে পালিত হচ্ছে 'আজাদি কি অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)। এই কর্মকাণ্ডেই সপরিবার সামিল হলেন শাহ (Union Home Minister Hoist National Flag ) ।
কর্মসূচির সূচনা করে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, " জাতীয় পতাকায় শুধু যে তিনটি রং মিশে আছে তা নয় । এই পতাকায় আমাদের গৌরবময় অতীতের প্রতিফলন হয় । বর্তমান সময়ের প্রতি আমাদের দায়বদ্ধতাও ধরা পড়ে । পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে আমাদের যে স্বপ্ন আছে তাও ধরা পড়ে জাতীয় পতাকায় ।"
আরও পড়ুন:কাশ্মীর ঠান্ডা হলে বাংলাও শিগগিরি হবে, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের
একইসঙ্গে যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে 13 থেকে 15 অগস্ট পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে বিশেষ যাত্রার আয়োজন করা হচ্ছে তা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী । তাঁর মতে এই কর্মকাণ্ডে দেশের সমস্ত ধর্মের ও বর্ণের মানুষ অংশ নিচ্ছেন । এটাই ভারতের নাগরিকদের সচেতন হওয়ার প্রমাণ।
স্বাধীনতার 75 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে দীর্ঘদিন ধরেই নানা উদ্যোগ নেওয়া হচ্ছে । বিশেষ যাত্রা থেকে প্রদর্শন সবই হচ্ছে । এতদিন পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি মূলত বিভিন্ন সংস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল । এখানেই কেন্দ্রীয় সরকার চায় এর পরিধি বাড়ুক । আর সেই লক্ষ্যেই প্রত্যেক নাগরিককে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানানো হয়েছে । তাছাড়া দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে জাতীয় পতাকার যে আত্মিক সম্পর্ক আছে সেটা তুলে ধরাও এই কর্মসূচির লক্ষ্য । কেন্দ্রীয় সরকার মনে করে এভাবে দেশাত্মবোধ জাগ্রত হবে ।
প্রসঙ্গত, একটা সময় পর্যন্ত নির্দিষ্ট কিছু দিন ছাড়া জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি ছিল না । 2004 সালে সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের পর বদলে যায় নিয়মটি । শীর্ষ আদালত জানায় জাতীয় পতাকা উত্তোলন একটি মৌলিক অধিকার । প্রায় দশ বছর ধরে এনিয়ে আইনি লড়াই লড়েছিলেন শিল্পপতি নবীন জিন্দাল ।