নয়াদিল্লি, 11 মার্চ: বিপদ বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জার একাধিক উপবিভাগ ৷ বিষয়টি নিয়ে শনিবার উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan expressed concern over Influenza) ৷ সমস্ত রাজ্যের সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করে এদিন চিঠিও পাঠিয়েছেন তিনি (Union Health Secretary writes Letter to States and Union Territory) ৷ ওই চিঠিতে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জার একাধিক উপবিভাগে আক্রান্ত হওয়ার পর অনেকেই প্রবল অসুস্থ হয়ে পড়ছেন ৷ বর্তমানে দেশের নানা প্রান্তে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই মরশুমি ইনফ্লুয়েঞ্জা নিয়ে সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনকে সচেতন ও সতর্ক থাকার বার্তা দিয়েছেন রাজেশ ৷
সমস্যা হল, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে মানুষের শ্বাসযন্ত্র ঠিক মতো কাজ করে না ৷ এই সমস্যা কখনও কখনও প্রাণঘাতীও হতে পারে ৷ এই বিষয়ে আমনজনতাকে সচেতন করা দরকার বলে চিঠিতে (Letter on Influenza Situation) উল্লেখ করেছেন রাজেশ ৷ ভাইরাসের ছোঁয়াচ এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি ৷ শ্বাসকষ্ট হলেই যাতে আক্রান্ত ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন, সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে চিঠিতে ৷ কেউ জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টে ভুগলে, সুস্থ না-হওয়া পর্যন্ত সেই ব্যক্তিকে যতটা সম্ভব নিভৃতবাসে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে ৷