নয়াদিল্লি, 26 মে : একদিকে করোনার ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছে দেশজুড়ে ৷ বিভিন্ন রাজ্যে সেই কারণে টিকাকরণের প্রক্রিয়ার গতি কমে গিয়েছে ৷ ঠিক সেই সময়ই সামনে এল ভয়ঙ্কর এক তথ্য ৷
যেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ভ্যাকসিন নষ্ট হয়েছে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে ৷ সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে এই দুই রাজ্যে তিনটির মধ্যে একটি ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷
সারা দেশে ভ্যাকসিন নষ্টের হার 6.3 শতাংশ ৷ ঝাড়খণ্ডে 37.3 শতাংশ করোনার ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ তালিকা শীর্ষে রয়েছে দেশের এই রাজ্য ৷ দ্বিতীয় স্থানে ছত্তিশগড় ৷ সেখানে 30.2 শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ এর পর তিনটি স্থানে রয়েছে তামিলনাড়ু (15.5 শতাংশ), জম্মু ও কাশ্মীর (10.8 শতাংশ) এবং মধ্যপ্রদেশ (10.7 শতাংশ )৷
যদিও স্বাস্থ্যমন্ত্রকের এই তথ্যের সঙ্গে সহমত নন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ৷ তিনি টুইট করে এই নিয়ে প্রতিবাদ করেছেন ৷ তাঁর দাবি, ঝাড়খণ্ডে মাত্র 4.65 শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে ৷ তবে তাঁর আশ্বাস, এটাও যাতে না হয়, সেদিকে তাঁর প্রশাসন নজর রেখেছে ৷
আরও পড়ুন :ফের বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা