কোঝিকোড়, 12 সেপ্টেম্বর: কেরলের কোঝিকোড়ে দু'জনের মৃত্যু নিপা ভাইরাসের কারণে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে । মঙ্গলবার এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউট পুনেতে পরিচালিত পরীক্ষায় ভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে, পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল কেরলে পাঠানো হবে । কেন্দ্রীয় সরকার নিপা ভাইরাস ব্যবস্থাপনায় কেরল সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।
প্রথম সন্দেহভাজন 30 অগস্ট কোঝিকোড়ে মারা যান । তিনি মারুথনকারার বাসিন্দা ছিলেন ৷ 27 তারিখ চিকিৎসার জন্য কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে যান তিনি । তাঁর নমুনা পরীক্ষা করা যায়নি ।
পরবর্তী ব্যক্তি যিনি মারা যান তিনি হলেন সেই ব্যক্তি যিনি চিকিৎসাধীন অবস্থায় প্রথম রোগীকে দেখতে গিয়েছিলেন ৷ আয়ানচেরির বাসিন্দা ওই 40 বছর বয়সি ভাড়াকারার একটি হাসপাতালে চার দিন ধরে চিকিৎসাধীন ছিলেন । কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সোমবার তাঁর মৃত্যু হয় । রোগীর উপসর্গ সন্দেহজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ শরীরের তরল পরীক্ষার জন্য পাঠায় । তাঁর দেহ আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি ।