নয়াদিল্লি, 7 এপ্রিল:ফের একবার দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ায় রাজ্য সরকারগুলিকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ শুক্রবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন তিনি ৷ রাজ্যগুলিকে কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা, সকলকেই সতর্ক, সচেতন এবং প্রস্তুত থাকতে হবে ৷ কোথায় কোথায় করোনা সংক্রমণের 'হট স্পট' তৈরি হয়েছে, সেই জায়গাগুলিকে জরুরি ভিত্তিতে চিহ্নিত করতে হবে ৷ যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার ও প্রশাসনকে সার্বিকভাবে তৈরি থাকতে হবে ৷
এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে বৈঠকের আয়োজন করা হয়, তাতে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্য ও প্রধান সচিবরা অংশগ্রহণ করেন ৷ সম্প্রতি সারা দেশে ইনফ্লুয়েঞ্জার মতো এক বিশেষ ধরনের সংক্রমণ বাড়ছে ৷ মনসুখ এই বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়ার আবেদন জানিয়েছেন ৷ তাঁর নির্দেশ, কোন কোন রাজ্যে, কোথায় কোথায় এই ধরনের সংক্রমণ ছড়াচ্ছে, সেই জায়গাগুলিকে চিহ্নিত করতে হবে ৷ এক্ষেত্রে আক্রান্তদের মধ্য়ে কতজন গুরুতর অসুস্থ হচ্ছেন এবং তাঁদের কারও প্রবল শ্বাসকষ্টের সমস্য়া হচ্ছে কি না, সেগুলি খতিয়ে দেখতে হবে ৷ অসুস্থরা যাতে দ্রুত এবং যথাযথ চিকিৎসা পান, তা নিশ্চিত করতে হবে ৷ হাসপাতালগুলিতে আগেভাগেই প্রয়োজনীয় পরিকাঠামো মজুত রাখতে হবে ৷