পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা মোকাবিলায় বাংলাকে সবরকম সাহায্য, মমতাকে চিঠি হর্ষ বর্ধনের - Harsh Vardhan assures help to fight against Covid-19

গতকাল টুইটে হর্ষ বর্ধন বাংলাকে আমার সোনার বাংলা বলে উল্লেখ করেন । লেখেন, কেন্দ্রের তরফে অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সবই দেওয়া হচ্ছে । করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার জন্য সবরকম সাহায্য করতে প্রস্তুত নরেন্দ্র মোদি সরকার ।

মমতাকে চিঠি হর্ষবর্ধনের
মমতাকে চিঠি হর্ষবর্ধনের

By

Published : May 8, 2021, 12:13 PM IST

Updated : May 8, 2021, 2:25 PM IST

নয়াদিল্লি ও কলকাতা, 8 মে : পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজনীয় অক্সিজেন চেয়ে শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার সেই চিঠির উত্তর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ গতকাল টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা 4 পাতার একটি চিঠি উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার যা যা প্রয়োজন, সব ক্ষেত্রেই সাহায্য করতে প্রস্তুত মোদি সরকার ৷

গতকাল টুইটে তিনি বাংলাকে আমার সোনার বাংলা বলে উল্লেখ করেন । লেখেন, কেন্দ্রের তরফে অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সবই দেওয়া হচ্ছে । করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার জন্য সবরকম সাহায্য করতে প্রস্তুত নরেন্দ্র মোদি সরকার ।

চার পাতার চিঠির প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানান ৷ এরপর প্রধানমন্ত্রীকে লেখা মমতার চিঠি প্রাপ্তি স্বীকার করে নিয়ে তিনি লিখেছেন, করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে শুধুমাত্র আর্থিক নয়, করোনা পরীক্ষা, চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন সহ নানা ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র ।

তিনি আরও লেখেন, প্রতিশ্রুতি মতো কেন্দ্র পশ্চিমবঙ্গ-সহ প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা যোদ্ধা ও 45 বছরের উর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে । পাশাপাশি, উল্লেখ করেন পশ্চিমবঙ্গকে এখনও পর্যন্ত 1 কোটি 18 লক্ষ 83 হাজার 340 ডোজ় টিকা পাঠানো হয়েছে । আরও 2 লাখ ডোজ় পাঠানোর প্রস্তুতি চলছে ৷ বিনামূল্যে রাজ্যের জন্য 2 হাজার 400 অক্সিজেন সিলিন্ডার বরাদ্দ করা হয়েছে ৷ তাছাড়া, মাস্ক, পিপিই কিট-সহ আরও কী কী চিকিৎসা সরঞ্জাম রাজ্যকে দেওয়া হয়েছে সেই বিষয়েও উল্লেখ করেছেন তিনি ৷

পাশাপাশি পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে সবথেকে কম করোনা পরীক্ষা হচ্ছে ৷ তাই মুখ্যমন্ত্রীকে রাজ্যে করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন,অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজনীয় অক্সিজেন চেয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, একদিকে যেমন বাংলার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না, তেমনই অন্যদিকে রাজ্যের ভাগ থেকে অন্য রাজ্যকে অক্সিজেন সরবরাহ করছে কেন্দ্র । সেই চিঠির উত্তর দিয়ে রাজ্যকে সবরকম সাহায্যে আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷

Last Updated : May 8, 2021, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details