পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP & Shantanu Sen  : চলতি বাদল অধিবেশনে শান্তনুকে সাসপেন্ড করা হোক, দাবি জানাতে চলেছে বিজেপি - শান্তনু সেনকে সাসপেন্ড করার আর্জি বিজেপির

পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে বৃহস্পতিবার উত্তাপ বাড়ে সংসদের উচ্চকক্ষে ৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (IT Minister Ashwini Vaishnaw) বিবৃতি পাঠের সময় তাঁর লিখিত বিবৃতি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন ৷ অভিযোগ ওঠে সাংসদ শান্তনু সেন ডেপুটি স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছোড়েন ৷

শান্তনু সেন
শান্তনু সেন

By

Published : Jul 22, 2021, 5:32 PM IST

Updated : Jul 22, 2021, 10:55 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) বিতর্কে বৃহস্পতিবার উত্তাপ বাড়ে সংসদের উচ্চকক্ষে ৷ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (IT Minister Ashwini Vaishnaw) বিবৃতি পাঠের সময় তাঁর লিখিত বিবৃতি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন ৷ অভিযোগ ওঠে সাংসদ শান্তনু সেন ডেপুটি স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছোড়েন ৷ তারপরই বিজেপির তরফে শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনে ৷ একই সঙ্গে তাঁকে সাসপেন্ড করার আবেদন করে ডেপুটি স্পিকারের কাছে ৷ বিজেপি সূত্রের খবর, রাজ্যসভার 256 নং ধারা অনুসারে তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ আনতে চলেছে তারা ৷ চলতি বাদল অধিবেশনে এই তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার দাবি জানিয়ে শুক্রবার ডেপুটি চেয়ারম্যানের কাছে অভিযোগ জমা দেওয়ার কথা বিজেপি ৷

তবে এই বিষয়ে পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী হরকদীপ সিং পুরীর বিরুদ্ধে তাঁকে হেনস্থা করার অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ৷ তাঁর অভিযোগ, পুরী তাঁকে ভার্বালি হেনস্থা করেন ৷ এমনকি তাঁকে শারীরিক হেনস্থা করতেও উদ্যত হন হরদীপ সিং পুরী ৷ কিন্তু তাঁর সতীর্থরা তাঁকে বাঁচিয়ে দেন ৷

সাংবাদিক বৈঠকে শান্তনু সেন বলেন, ‘‘ কেন্দ্রীয় মন্ত্রী আমাকে হুমকি দেন ও হেনস্থা করেন ৷ তিনি আমাকে শারীরিকভাবেও হেনস্থা করতে উদ্যত হন ৷ আমার সতীর্থরা আমাকে রক্ষা করেন ৷’’

আরও পড়ুন : Pegasus Spyware : রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতি পাঠের সময় কাগজ ছিঁড়ে হাওয়ায় ওড়ালেন তৃণমূল সাংসদরা

এই বিষয়ে রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে পুরো বিষয়টি আমরা জানিয়েছি ৷ তিনি আমাদের আশ্বস্ত করেছেন ৷ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ৷ আমরা গোটা বিষয়টির দিকে নজর রাখছি ৷ যদি দেখা যায় সঠিক পদক্ষেপ করা হচ্ছে না, তা হলে দল আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ৷’’

Last Updated : Jul 22, 2021, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details