নয়াদিল্লি, 11 জানুয়ারি: সংসদীয় বাজেট অধিবেশন শুরু হবে 31 জানুয়ারি ৷ আর 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সূত্রের খবর, 9 ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট অধিবেশন চলবে ৷
2024-25 অর্থবর্ষে বিজেপি সরকারের যাবতীয় হিসেবনিকেশ পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ 17তম লোকসভা অধিবেশন শেষ হবে মে মাসে ৷ তার আগে বর্তমান লোকসভা সাংসদরা বাজেট অধিবেশনে আসন্ন অর্থবর্ষের বাজেট নিয়ে আলোচনা করবেন ৷
সংসদের শীতকালীন অধিবেশন সময়ের আগেই 21 ডিসেম্বর শেষ হয়ে যায় ৷ এবার সংসদের লোকসভা কক্ষে আচমকা হামলা নিয়ে প্রায় শুরু থেকেই উত্তপ্ত ছিল সংসদ ৷ 13 ডিসেম্বর এই লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে আলোচনা করতে চায় সাংসদরা ৷ তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভা থেকে 100 জনেরও বেশি সংসদকে বরখাস্ত করা হয় ৷ পাশাপাশি প্রাক্তন তৃণমূল লোকসভা সাংসদ মহুয়া মৈত্রের অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় তাঁর সাংসদ পদ খারিজ হয় ৷ এ নিয়ে ধুন্ধুমার কাণ্ড বাধে সংসদে ৷
দেশের উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় আক্ষেপ করেন, বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভে হাউসের প্রায় 22 ঘণ্টা নষ্ট হয়েছে ৷ চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, 65 ঘণ্টা কাজ হয়েছে ৷ তিনি 2 হাজার 300 টি প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ এর সঙ্গে 4 হাজার 300 টি পেপার টেবিল করেছেন ৷ এদিকে শীতকালীন অধিবেশনে অভব্য আচরণের অভিযোগে রাজ্যসভার 46 সাংসদকে বরখাস্ত করা হয়েছে ৷ জম্মু-কাশ্মীর সংক্রান্ত দু'টি বিল সমেত 17টি বিল পাশ হয় সংসদে ৷
আরও পড়ুন:
- বিজেপি-সরকারের কাছে জিএসটি বাবদ বাংলার পাওনা 2 হাজার কোটিরও বেশি, দাবি নবান্নের
- জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 2টি সংশোধনী বিল পেশ শাহর, 370 ধারা খারিজ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
- সাসপেন্ড 146 সাংসদ ! যন্তর মন্তরে 'ইন্ডিয়া' জোটের প্রতিবাদ সভায় হাজির খাড়গে-শরদ-ইয়েচুরি-রাহুল