নয়াদিল্লি, 25 জানুয়ারি : 1 ফেব্রুয়ারি বেলা 11টার সময় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ নির্ধারিত সূচি মেনেই 2022-2023 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন তিনি (Union Finance Minister Nirmala Sitharaman will present Budget 2022-23) ৷ সংসদে 31 জানুয়ারি থেকে শুরু হবে বাজেট অধিবেশন ৷ সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে ৷
দু’টি ধাপে বসবে বাজেট অধিবেশন (Union Budget 2022 23) ৷ প্রথম দফার অধিবেশন 31 জানুয়ারি শুরু হয়ে 11 ফেব্রুয়ারি শেষ হবে ৷ দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে 14 মার্চ ৷ শেষ হবে 8 এপ্রিল ৷ গত বছরের বাজেটে অর্থাৎ, 2021-22 অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্য খাতের বাইরে, করোনা অতিমারির জন্য আলাদাভাবে বরাদ্দ ঘোষণা করেছিল কেন্দ্র ৷ বর্তমানেও করোনার প্রকোপ জারি রয়েছে ৷ তৃতীয় ঢেউয়ের মধ্যে পেশ হওয়া এই বাজেটেও অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আলাদাভাবে বরাদ্দ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷