পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Women's Reservation Bill:: মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র মোদি মন্ত্রিসভার, মঙ্গলে ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

সোমবার বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ৷ সূত্রের খবর, এদিন মহিলা সংরক্ষণ বিল ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

Etv Bharat
ছবি সৌজন্যে এক্স

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 10:39 PM IST

Updated : Sep 18, 2023, 11:02 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: সম্ভবত সংসদের চলতি বিশেষ অধিবেশনেই মহিলা সংরক্ষণ বিল পেশ করতে চলেছে কেন্দ্র ৷ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে নয়াদিল্লিতে ৷ বৈঠকের পর কেন্দ্রের তরফে কোনও সাংবাদিক বৈঠক করা না-হলেও, সূত্রের খবর এদিন মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

এদিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৷ তিনি লেখেন, "মহিলাদের জন্য সংরক্ষের দাবি পূরণ করার নৈতিক সাহস মোদি সরকারেরই আছে ৷ মন্ত্রিসভার ছাড়পত্র সেটাই প্রমাণ করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মন্ত্রিসভাকে ধন্যবাদ ৷"

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন ৷ 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন ৷ এদিন সংসদের পুরনো ভবনে এই বিশেষ অধিবেশনের সূচনা হলেও মঙ্গলবার থেকে নতুন সংসদ ভবনে বসবে অধিবেশন ৷ তার আগে এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে ৷ সূত্রের খবর, এদিন প্রায় 90 মিনিট ধরে বৈঠক চলে ৷ সেখানেই বহু আলোচিত মহিলা সংরক্ষণ বিলে ছাড়পত্র দিয়েছে মোদি মন্ত্রিসভা ৷ মঙ্গলবার এই কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভা ও রাজ্যের বিধানসভা আসনগুলিতে মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণের কথা এই বিলে বলা হয়েছে ৷

আরও পড়ুন: 'নতুন সংসদে নতুন কিছু হবে না, রাজনীতির পদ্ধতি পরিবর্তন করুন'; কেন্দ্রকে কটাক্ষ খাড়গের

রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনের আগে সংসদে এই মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়ে মাস্ট্রার স্ট্রোক দিতে চাইছে নরেন্দ্র মোদি সরকার ৷ তথ্য বলছে, কংগ্রেস জমানায় এই বিল পাশের চেষ্টা হলেও তা সফল হয়নি ৷ সংশ্লিষ্ট মহল মনে করছে, সংসদের চলতি অধিবেশন ঠিক কী কারণে ডাকা হয়েছে তা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয় ৷ কিন্তু সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন এই অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে ৷ ওয়াকিবহাল মহলের মতে, মহিলা সংরক্ষণ বিল সম্ভবত সেগুলির মধ্যে অন্যতম ৷ কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলিও এই বিলের পক্ষেই এতদিন কথা বলে এসেছে ৷ তাই এই বিল পাশ করাতে মোদি সরকারকে বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে ৷

Last Updated : Sep 18, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details