নয়াদিল্লি, 31 জানুয়ারি :বাজেট বরাদ্দের (Union Budget 2022) ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর থাকুক স্বাস্থ্যে ৷ এমনটাই চাইছে দেশবাসীর একটা বড় অংশ ৷ আগামিকাল, মঙ্গলবার সংসদে 2022-23 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ তার আগে একটি কমিউনিটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য ৷ লোকাল সার্কেল নামে ওই প্ল্যাটফর্মের সমীক্ষায় 47 শতাংশ মনে করে, কেন্দ্রীয় বাজেটে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত স্বাস্থ্যের বিষয়ে (Nearly half of citizens want health to be top priority) ৷
প্রসঙ্গত, সারা বিশ্বের মতো ভারতও 2020-র শুরু থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ৷ তৃতীয় ঢেউ এখনও চলছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের ৷ 2019-এ চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ভারতে এখনও পর্যন্ত 4 লক্ষ 95 হাজার মৃত্যু হয়েছে ৷ সারা বিশ্বে এই সংখ্যা 5.67 মিলিয়ন ৷ এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর মান ভাল হওয়া উচিত বলেই মনে করেন অধিকাংশ মানুষ ৷ সেই থেকেই বাজেটে স্বাস্থ্যের উপর জোর দেওয়ার দাবি জোরালো হয়েছে ৷
বাজেট থেকে মানুষ কী চাইছেন?
ওই সমীক্ষা (Survey) অনুযায়ী, সাড়ে 9 হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্যে 47 শতাংশ জানিয়েছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ করোনার ডেল্টাপ্লাস ভ্যারিয়্যান্টে বহু মানুষ আক্রান্ত হন ৷ তখন অক্সিজেন, ওষুধ, হাসপাতালে বেড জোগাড় - সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷ সেই অভিজ্ঞতা থেকেই হয়তো স্বাস্থ্যখাতে জোর দেওয়ার দাবি জোরালো হচ্ছে ৷