পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Union Budget 2022 : চালু হচ্ছে ডিজিটাল রুপি, স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ 20 হাজার কোটি - Union Budget 2022 LIVE

Union Budget 2022
এক নজরে বাজেট

By

Published : Feb 1, 2022, 11:10 AM IST

Updated : Feb 1, 2022, 1:09 PM IST

12:35 February 01

করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেই বাজেট পেশ হল মঙ্গলবার ৷ চালু হচ্ছে ডিজিটাল রুপি ৷ পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে ৷ বরাদ্দ করা হয়েছে 20 হাজার কোটি টাকা ৷ কেন্দ্রের তরফে বলা হয়েছে এই অতিমারি সমস্যার মধ্যেও আগামী 6 থেকে 9 মাসের মানুষ ফিরে পাবেন হারানো কর্মসংস্থান ৷ তবে বিরোধীরা তা নিয়ে সন্ধিহান ৷ এবারের বাজেটের খুঁটিনাটি জানতে চোখ রাখুন ইটিভি ভারতের পর্দায় ৷

  • আর্থিক বিল 2022 পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ৷

12:32 February 01

  • কাটা এবং পালিশ করা হিরে, রত্নের উপর শুল্ক কমিয়ে 5 শতাংশ করা হয়েছে ৷

12:26 February 01

  • 2022 সালের জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহ হয়েছে 1 কোটি 40 লক্ষ 986 কোটি টাকা, জিএসটি চালু হওয়ার পর থেকে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷

12:18 February 01

  • ট্যাক্সে ত্রুটি সংশোধনের মেয়াদ বাড়ানো হল 2 বছর পর্যন্ত ৷ চলতি বছর থেকে 2 বছরের মধ্যে আপডেট রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা ৷ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি করদাতারা একত্রে এবার থেকে 14 শতাংশ কর ছাড় পাবেন ৷ কর্পোরেট সারচার্জ 12 শতাংশ থেকে কমিয়ে করা হল 7 শতাংশ ৷
  • আয়কর কাঠোমোয় কোনও বদল নেই ৷
  • এলআইসির শেয়ার বিক্রি করা হবে চলতি বছরেই ৷

12:15 February 01

  • গ্রামীণ ও শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 80 লক্ষ বাড়ি নির্মাণের জন্য 48 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

12:10 February 01

  • সামগ্রিক অর্থনীতিতে উন্নয়নের জন্য রাজ্যগুলিকে 1 লক্ষ কোটি টাকা করে সাহায্য করা হবে । এই ঋণের ক্ষেত্রে আগামী 50 বছরের মেয়াদ প্রযোজ্য ৷ রাজ্যগুলি এটি পিএম গতি শক্তি সম্পর্কিত এবং অন্যান্য উৎপাদনশীল ক্ষেত্রে ব্যবহার করতে পারবে ৷

12:06 February 01

  • আত্মনির্ভর ভারতের প্রবৃদ্ধি ঘটাতে সামরিক মূলধনের জন্য 68 শতাংশ বরাদ্দ করা হবে ৷ বিদেশি পণ্যের বদলে ব্যবহার করা হবে দেশিয় পণ্য ৷

12:03 February 01

  • আরবিআই আনছে ডিজিটাল রুপি ৷ ব্লকচেন এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে চালু করা হবে ডিজিটাল রুপি ৷

11:59 February 01

  • দেড় লক্ষ পোস্ট অফিসকে আনা হচ্ছে কোর ব্যাঙ্কিংয়ের আওতায় ৷ পাশাপাশি ফাইভ-জি স্পেকট্রামের নিলাম হবে ৷ এবছর থেকে চালু হচ্ছে ফাইভ-জি মোবাইল পরিষেবা ৷

11:58 February 01

  • কোভিডকালে মানসিক সমস্যার কবলে পড়েছেন বাচ্চা থেকে বুড়ো ৷ সেই সমস্যার কথা মাথায় রেখেই চালু করা হচ্ছে জাতীয় টেলি মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ৷
  • স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ হয়েছে 20 হাজার কোটি টাকা ৷

11:54 February 01

  • উত্তর-পূর্বে যুব ও মহিলাদের জন্য জীবিকার কার্যক্রম চালু করা হবে ৷ এটি কেন্দ্র বা রাজ্যের চালু প্রকল্পগুলির বিকল্প নয় ৷

11:50 February 01

  • জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেমে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম চালু করা হবে । এখানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সুবিধা পাওয়া যাবে ৷

11:45 February 01

  • মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের পরিকল্পনাগুলিকে ব্যাপকভাবে পুনর্গঠন করা হয়েছে ৷ মিশন শক্তি, মিশন বাৎসল্য, সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2.0-এর মতো প্রকল্প থেকে বিশেষ সুবিধা পাওয়া যাবে ৷

11:42 February 01

  • নাবার্ডের মাধ্যমে কৃষি ও গ্রামীণ উদ্যোগগুলিকে অর্থায়ন করবে ৷ আধুনিকমানের কৃষিকাজ পদ্ধতিকে কৃষি বিশ্ববিদ্যালগুলির পাঠ্যক্রমে আনার জন্য রাজ্যগুলিকে উৎসাহিত করা হবে ৷

11:35 February 01

  • প্রথম পর্যায়ে গঙ্গার ধারে 5 কিমি প্রশস্ত করিডরে কৃষকদের জন্য রাসায়নিক মুক্ত প্রাকৃতিক কৃষিকাজ পদ্ধতির প্রচার করা হবে দেশজুড়ে ৷

11:31 February 01

  • অর্থমন্ত্রী জানান, প্রোডাকশন লিংকড ইনসেনটিভ (PLI) স্কিম ভাল সাড়া পেয়েছে ৷ এর ফলে পরবর্তী 5 বছরে 60 লক্ষ নতুন কর্মসংস্থান এবং 30 লক্ষ কোটি অতিরিক্ত উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে ৷

11:27 February 01

  • অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ : এই কেন্দ্রীয় বাজেট আগামী 25 বছরের 'অমৃত কাল'-এর উপর ভিত্তি করে তৈরি ৷
  • আগামী 3 বছরে 400টি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন আনা হবে ৷ 100টি প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি করা হবে ৷ পাশাপাশি মেট্রো সিস্টেম তৈরির জন্য উদ্ভাবনী উপায়গুলির বাস্তবায়ন করা হবে ৷

11:22 February 01

  • নির্মলা জানান, 2021-22 বাজেটে সরকারি বিনিয়োগ এবং মূলধন ব্যয়ের বৃদ্ধি ঘটেছে ৷ প্রধানমন্ত্রীর গতিশক্তি মাস্টার প্ল্যান দ্বারা পরিচালিত এই বাজেটে উপকৃত হবেন যুব, মহিলা, কৃষক, তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত সম্প্রদায় ৷

11:18 February 01

  • সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ : আমরা ওমিক্রনের মধ্যে আছি ৷ টিকাকরণের প্রচার আমাদের বিশেষ সাহায্য করেছে ৷ আমি আত্মবিশ্বাসী যে 'সবকা প্রয়াস', আমদের আর্থিক ভাবে শক্তিশালী করবে ৷

11:14 February 01

  • ভারতের বৃদ্ধি 9.27 শতাংশ আর্থিক বৃদ্ধি ​​অনুমান করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী ৷

10:47 February 01

  • শুরু হল বাজেট পেশ ৷ 2022-23 অর্থবর্ষের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ৷
Last Updated : Feb 1, 2022, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details