নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আগামী আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) 80 লাখ বাড়ি তৈরি সম্পূর্ণ হবে ৷ কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) পেশ করার সময় একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman on PM Awas Yojana) ৷
এদিন সংসদে তিনি ঘোষণা করেন, "2022-23 সালে গ্রাম ও শহরে যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে পাওয়ার যোগ্য, তাঁদের 80 লাখ বাড়ি (80 lakh houses under PM Awas Yojana) তৈরি সম্পূর্ণ করা হবে ৷ এর জন্য 48,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে ৷"
আরও পড়ুন:Mamata On Union Budget 2022 : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার
মধ্যবিত্ত ও গরিবরা যাতে এই প্রকল্পের সুবিধে সহজেই পেতে পারেন, সে জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্র যৌথ ভাবে কাজ করবে বলে জানিয়েছেন সীতারমন ৷ জমি ও নির্মাণ সংক্রান্ত ছাড়পত্র পেতে যাতে বেশি সময় না লাগে, সে দিকটি নিশ্চিত করা হবে ৷
আরও পড়ুন:Union Budget 2022 : চালু হচ্ছে ডিজিটাল রুপি, স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ 20 হাজার কোটি
বাজেট পেশের আগে কেন্দ্রের আর্থিক সমীক্ষায় জানানো হয়েছিল যে, 2020-21 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 33.99 লক্ষ বাড়ি তৈরি হয়েছে ৷ আর প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের ক্ষেত্রে 2021 সালে 14.56 লাখ বাড়ি তৈরি হয়েছে ৷ 2021-22 আর্থিক বছরে গত বছর ডিসেম্বর পর্যন্ত তৈরি হয়েছে 4.49 লাখ বাড়ি ৷
আরও পড়ুন:Union Budget 2022 : বাজেটে অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ক্ষেত্রে ডিজিটালাইজেশনের প্রস্তাব কেন্দ্রের