আহমেদাবাদ, 27 নভেম্বর: হিমাচলপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ৷ আর এ বার গুজরাত নির্বাচনের জন্য দলের কাছে এটা জাতীয় ইস্যু (National issue)৷ এটি কার্যকর করতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ ৷ রবিবার এ কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷
এ দিন পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নাড্ডা বলেন, "দেশের সম্পদ এবং এর দায়িত্ব সবার জন্য সমান । তাই ইউসিসি-কে স্বাগত জানাতে হবে । আমরা যত বেশি সম্ভব রাজ্যে ইউসিসির বাস্তবায়ন করতে চাই ৷" দেশ ও সমাজের বিরুদ্ধে কাজ করছে এমন শক্তিগুলির উপর নজর রাখা রাজ্যের দায়িত্ব বলে মত নাড্ডার । তাঁর কথায়, "মানুষের শরীরে অ্যান্টিবডির মতো, আপনিও খারাপ কোষের উপর নজর রাখুন । দেশে দেশবিরোধী কোষের উপর নজর রাখা রাষ্ট্রের দায়িত্ব । এমন কিছু কোষ রয়েছে যা সবার আড়ালে থেকে কাজ করে ৷ তাই এই জাতীয় কোষগুলির উপর নজরদারি করার জন্য অ্যান্টি-ব়্যাডিকালাইজেশন সেল প্রয়োজন ৷"
বিজেপি গুজরাতে মুসলিম প্রার্থী দাঁড় না করানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে নাড্ডা বলেন যে, তাঁর দল 'সবকা সাথ, সবকা বিকাশ' বিশ্বাস করে । তাঁর কথায়, "প্রয়াত ডক্টর (এপিজে) আবদুল কালাম বিজেপির সমর্থনে রাষ্ট্রপতি (ভারতের) হয়েছিলেন, তারপরে কেন্দ্রের (নরেন্দ্র) মোদি সরকার মুসলিম রাজ্যপালদের নিয়োগ করেছিল । তাই আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ' নীতি অনুসরণ করি এবং নির্বাচনের জন্য টিকিট দেওয়া হয় সম্পূর্ণরূপে জেতার সম্ভাবনার উপর ভিত্তি করে ৷"