মুম্বই, 13 জুলাই: 26/11 ধাঁচে ফের হামলার হুমকি মুম্বইয়ে ৷ রাজ্য পুলিশকে ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে বলে খবর ৷ এই হুমকি ফোনের পিছনে কে বা কারা রয়েছে তা অবশ্য জানা না গেলেও, হুমকির কারণ সম্পর্কে জানতে পেরেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, পাকিস্তানি নাগরিক সীমা হায়দারকে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে ফোন করে ৷ আর তাঁকে ফেরত না পাঠালে ফের হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ তবে সেই ফোন যে পাকিস্তান থেকে এসেছে তা প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বই ট্রাফিক পুলিশের কন্ট্রোলরুমে এক অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে ৷ যেখানে হুমকি দেওয়া হয়, সীমা হায়দার নামে যে পাকিস্তানী নাগরিক মহিলা ভারতে আছেন, তাঁকে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে ৷ আর তা না করা হলে, ফের মুম্বইয়ে 26/11 ধাঁচে হামলা চালানো হবে বলেও সাফ জানানো হয়েছে ওই ফোন কলে ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, কন্ট্রোলরুমে ফোন করে অবশ্যই দ্রুততার সঙ্গে ওই মহিলাকে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে ৷
কন্ট্রোল রুমে এমন হুমকি ফোন আসতেই নড়ে চড়ে বসেছে মুম্বই পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে ক্রাইম ব্রাঞ্চও ৷ কোন জায়গা থেকে এই ফোন এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ আদৌ ফোন কলটি পাকিস্তান থেকে এসেছিল কি না, তারও তদন্ত শুরু করেছে পুলিশ ৷