তেজপুর(অসম), 28 অগস্ট: ফের উত্তেজনার মণিপুরে ৷ পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা ৷ ঘটনা মণিপুরের ইম্ফল পূর্ব জেলার নিউ লাম্বুলেন এলাকায় ৷ ঘটনায় স্থানীয়রা দুর্বৃত্তরাই জড়িত বলে মনে করা হচ্ছে ৷ কারণ সেখানকার বাসিন্দারা জানাচ্ছে, এলাকা কড়া নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে ৷ ফলে বাইরে থেকে এসে আগুন ধরিয়ে দেওয়াটা সম্ভব নয় ৷ তাই আততায়ীরা নিউ লাম্বুলেনের বাসিন্দা বলেই আশংকা করা হচ্ছে ।
জানা গিয়েছে, নিউ ল্যাম্বুলেনে যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ এলাকা থেকে বেরনোর রাস্তায় বেড়া দিয়ে ঘেরা ৷ সারাদিন সেখানে সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছে ৷ পাশাপাশি স্পেশাল সার্ভিস ব্যাটালিয়ন (এসএসবি) জওয়ানরা প্রধান সড়কগুলিতে মোতায়েন করা রয়েছে ৷ জোরদার নিরাপত্তা ব্যবস্থার জেরেই স্থানীয়রা মনে করছে, এই অঞ্চলে বসবাসকারী কুকি সম্প্রদায়ের সদস্যরা সম্ভবত এই ধরনের ঘটনা ঘটাতে পারে ৷ ইচ্ছাকৃত প্রতিবেশী মেইতেইদের বাড়িগুলিতে তারা আগুন লাগিয়ে দিয়েছে ৷ স্রেফ ভয় দেখানোর জন্যই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ।