পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Prisoner shot dead on Court Premises: আদালত চত্বরে বিচারাধীন বন্দিকে লক্ষ্য করে গুলি করে খুন, গ্রেফতার আততায়ী

বিচারাধীন (Under trial prisoner shot dead) বন্দিকে কোর্ট চত্বরে গুলি (Prisoner shor dead) করে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিহারের সাহারসা কোর্ট চত্বরে (Saharsa court premises) ৷ মঙ্গলবার বিচারাধীন বন্দিকে আদালতে বিচারের জন্য নিয়ে আসা হয়েছিল ৷ বাইকে করে এক আততায়ী এসে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায় ৷

Prisoner shot dead on Court Premises
যুবককে কোর্ট চত্বরে গুলি

By

Published : Mar 28, 2023, 11:04 PM IST

সাহারসা (বিহার), 28 মার্চ: বিচারাধীন (Under trial prisoner shot dead) বন্দিকে কোর্ট চত্বরে গুলি (Prisoner shor dead) করে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিহারের সাহারসা কোর্ট চত্বরে (Saharsa court premises) ৷ মঙ্গলবার বিচারাধীন ওই বন্দিকে আদালতে নিয়ে আসা হয়েছিল ৷ বাইকে করে এক আততায়ী এসে ওই বন্দিকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে প্রভাকর পণ্ডিত নামে ওই বন্দির ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police have arrested a person with a pistol) ৷ তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে ৷ আদলত চত্বরে খুনের ঘটনার খবর পেয়েই পৌঁছে যান এসপি লিপি সিং ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তিনি ৷

প্রতক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী, দিনেদুপুরে বাইকে করে পিস্তল হাতে এক আততায়ী আদলত চত্বরে আসে ৷ সেই সময় বিচারাধীন বন্দি প্রভাকর পণ্ডিতকে কোর্টের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ আততায়ী বন্দিকে লক্ষ্য করে তিনটে গুলি করে ৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রভাকর ৷ সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ গুলির আওয়াজ শুনে আদালতে চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ প্রাণের ভয়ে মানুষজন ছোটাছুটি করতে শুরু করেন ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রভাকরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ এরপরেই পুরো আদালত চত্বর খালি করতে বলা হয় ৷ এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা জানতে, সিসিটিভি ফুটেজও চেক করেন পুলিশ আধিকারিকরা ৷

আরও পড়ুন: তিলজলা কাণ্ডে জবাব তলব এনসিপিসিআরের, আসতে পারে প্রতিনিধিদল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার হওয়া অভিযুক্তকে সীরহাসা সংশোধনাগারে রাখা হয়েছে ৷ সাহারসার এসপি লিপি সিং জানিয়েছেন, অভিযুক্তের কাছ থেকে পিস্তল-সহ পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷ কেন বিচারাধীন বন্দি প্রভাকরকে গুলি করে খুন করা হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details