বেঙ্গালুরু, 10 জানুয়ারি:মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটল বেঙ্গালুরুতে (Bengaluru Death)৷ মেট্রোর নির্মীয়মাণ একটি স্তম্ভ ভেঙে (Metro Pillar Collapsed) পড়ায় মৃত্যু হল মা ও মেয়ের ৷ মঙ্গলবার সকালে নাগাভারা এলাকায় ঘটে এই ঘটনা (Under Construction Metro pillar)৷
Metro Pillar Collapsed: বেঙ্গালুরুতে মেট্রোর নির্মীয়মাণ স্তম্ভ ভেঙে পড়ায় মৃত মা-মেয়ে - বেঙ্গালুরুতে মৃত্যু
বেঙ্গালুরুতে (Bengaluru Death) মেট্রোর নির্মীয়মাণ স্তম্ভ ভেঙে (Metro Pillar Collapsed) পড়ায় মৃত্যু হল মা ও মেয়ের ৷ আজ সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে (Under Construction Metro pillar)৷
মেট্রোর নির্মীয়মাণ স্তম্ভ ভেঙে পড়ল
আজ সকালে কল্যাণ নগর থেকে এইচআরবিআর লে-আউট পর্যন্ত রাস্তায় যে মেট্রোর স্তম্ভটি তৈরি করা হচ্ছিল সেটি আচমকা ভেঙে পড়ে । সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা ও তাঁর কন্যা ৷ আচমকা ভেঙে পড়া নির্মীয়মাণ স্তম্ভটি রাস্তার এসে পড়তে তাতে চাপা পড়েন ওই মা ও মেয়ে ৷ তাঁরা গুরুতর জখম হন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তাঁদের ৷
আরও পড়ুন:12 জানুয়ারি ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা
Last Updated : Jan 10, 2023, 4:20 PM IST