নয়াদিল্লি, 15 জুলাই: নির্মীয়মাণ গুদাম ভেঙে প্রাণ হারালেন অন্তত 6 শ্রমিক (6 workers died in Delhi) ৷ দিল্লির আলিপুর এলাকায় শুক্রবার এই ঘটনাটি ঘটেছে ৷ দমকল দফতরের অনুমান দুর্ঘটনার সময় 20 থেকে 25 জন শ্রমিক ভেতরে ছিলেন ৷ স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন, "দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমাবেদনা জানাই ৷ " পাশাপাশি আহত শ্রমিকদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন প্রধানমন্ত্রী ৷
Godown Collapsed: নির্মীয়মাণ গুদাম ভেঙে দিল্লিতে মৃত 6 শ্রমিক, শোকপ্রকাশ মোদির - under construction godown collapsed in delhi several dead
দিল্লিতে নির্মীয়মাণ গুদাম ভেঙে প্রাণ হারালেন অন্তত 6 শ্রমিক ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi tweets about Delhi incident) ৷ পাশাপাশি আহত শ্রমিকদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি ৷
আরও পড়ুন: সংসদ চত্বরে ধরনা নিষেধাজ্ঞা, গণতন্ত্রের উপর কুঠারাঘাত দাবি কংগ্রেসে-তৃণমূলের
দুপুরের দিকে খবর আসার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে দমকল ৷ তাঁদের অনুমান কমকরে 20 জন ভেতরে আটকে পড়েছিলেন প্রথমে ৷ স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন ঘটনার সময় বহু শ্রমিক গুদামের ভেতরেই ছিলেন ৷ দ্রুত উদ্ধার কাজ শুরু করেন দমকলের কর্মীরা ৷ তার মধ্যে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ উদ্ধার কাজ কীভাবে চলছে তা দেখতে ঘটনাস্থলে যান দিল্লির দমকল বিভাগের ডিজি অনিল গর্গ ৷