নয়াদিল্লি, 15 জুলাই : কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) ও পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলকে (Sunil Mondal) চিঠি পাঠাল লোকসভার সচিবালয় । দলত্যাগ বিরোধী আইনে চিঠি পাঠানো হয়েছে তাঁদের ৷ দু'জনের কাছ থেকে আগামী 15 দিনের মধ্যে চিঠির জবাব চেয়েছে সচিবালয় । এইসঙ্গে একই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে অন্ধ্রপ্রদেশের এক সাংসদ কে রঘু রাম কৃষ্ণ রাজুকে ৷
দলত্যাগ বিরোধী আইন নিয়ে সরগরম সাম্প্রতিক রাজ্য রাজনীতি ৷ তৃণমূল সাংসদ থেকেও বিজেপি সঙ্গ নিয়ে শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল ৷ বিজেপিতে যোগ না দিলেও বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে অমিত শাহের সভায় দেখা গিয়েছিল কাঁথির সাংসদকে ৷ অন্য দিকে ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেন পূর্ব বর্ধমানের সাংসদ । এহেন শিশির ও সুনীলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেতারা ৷ দু'জনের সাংসদ পদ খারিজের দাবি করেছেন তাঁরা ৷