নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি : লোকসভায় বক্তৃতা শেষ করতে না-পেরে রণংদেহী কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra) ৷ তাঁর দাবি, ‘‘সংসদের পক্ষে খুবই লজ্জাজনক দিন ৷ আমার সময় শেষ করতে দেওয়া হল না ৷ অথচ আমাকে দেওয়া 13 মিনিট শেষ হয়নি ৷’’ তাই তিনি পরে লোকসভার বাইরে দাঁড়িয়ে এই নিয়ে সরব হন ৷ টুইট করেও তিনি একই অভিযোগ করেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন লোকসভায় এদিন রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দেন ৷ কিন্তু তিনি বক্তৃতা শেষ করতে পারেননি ৷ বক্তৃতা শেষ করার আগেই তাঁকে দেওয়া সময় শেষ হয়ে যায় ৷ স্পিকারের আসনে থাকা রমা দেবী তাঁকে থামিয়ে দেন ৷ কিন্তু তিনি না থেমে বলতে থাকেন ৷ তখন তাঁকে কিছুক্ষণ সময় দেওয়া হয় ৷ তার পরও বক্তৃতা শেষ না হওয়ায় তাঁর মাইক অফ করে দেওয়া হয় ৷
এই ঘটনায় দৃশ্যতই তাঁকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় (Unable to finish her speech Mahua Moitra got angry in Lok Sabha) ৷ দীর্ঘক্ষণ এই নিয়ে তাঁর ও রমা দেবীর মধ্যে বাকবিতণ্ডা হয় ৷ শেষে বিজেপির সাংসদ কৃষ্ণপাল যাদব বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর বিষয়টি স্তিমিত হয়ে যায় ৷
পরে মহুয়া এই নিয়েই সরব হন ৷ কিন্তু এদিন ভাষণ দেওয়ার সময় তিনি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে রীতিমতো ‘আগুনে’ মেজাজে ছিলেন (Mahua Attacks Modi Govt) ৷ মাঝে মাঝে তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়ছিলেন যে সেই সময় স্পিকারের আসনে থাকা রমা দেবী তাঁকে উত্তেজনা প্রশমনের পরামর্শ দেন ৷ শান্ত হয়ে নিজের বক্তব্য পেশ করতে বলেন ৷
পরে এই নিয়েও কটাক্ষ করেন মহুয়া ৷ টুইটে প্রশ্ন তোলেন, ‘‘আমাকে জ্ঞান দেওয়ার আপনি কে যে আমি রেগে গিয়ে বলব নাকি ভালোবেসে বলব ? এটা আপনার এক্তিয়ারে পড়ে না ৷ আপনি শুধু নিয়মে ভুল করলে বলতে পারেন ৷ লোকসভায় আপনি নিশ্চয় নীতিবিজ্ঞান শেখাতে বসেননি ৷’’