দিল্লি, 6 ফেব্রুয়ারি : দিল্লির বিভিন্ন সীমান্তে দু'মাস ধরে চলা কৃষক আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছে ৷ কৃষক আন্দোলনকে সমর্থন করে পপ তারকা রিয়ানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গদের টুইট সেই কাজ করেছে ৷ এবার কৃষক আন্দোলন নিয়ে আসরে নামল রাষ্ট্রসংঘ ৷ কৃষক আন্দোলনের ক্ষেত্রে সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষের সর্বোচ্চ পর্যায়ের সংযম আশা করছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন ৷
রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর থেকে এই বিষয়ে একটি টুইট করা হয় ৷ যেখানে বলা হয়েছে, "চলতি কৃষক আন্দোলনে সরকার এবং আন্দোলনকারী উভয় পক্ষের সর্বোচ্চ পর্যায়ের সংযম আশা করছি ৷ অনলাইন এবং অফলাইনে শান্তিপূর্ণ জমায়েত এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষিত থাকা উচিত ৷ মানবাধিকারের স্বার্থে এর সমাধান খুঁজে বের করা গুরুত্বপূর্ণ ৷"