পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরাখণ্ডে বিপর্যয়ে ভারতের পাশে রাষ্ট্রসংঘ, সাহায্যের আশ্বাস

উত্তরাখণ্ডের বিপর্যয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। উদ্ধার ও অন্যান্য ক্ষেত্রে দেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে তারা। উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা।

উত্তরাখণ্ডের বিপর্যয়ে ভারতের পাশে রাষ্ট্রসংঘ
UN extends help to India after glacier burst in Uttarakhand

By

Published : Feb 8, 2021, 10:52 AM IST

Updated : Feb 8, 2021, 11:10 AM IST

উত্তরাখণ্ড, 8 ফেব্রুয়ারি: উত্তরাখণ্ডের বিপর্যয়ে ভারতের পাশে রাষ্ট্রসংঘ। এই ঘটনায় প্রবল উদ্বেগ প্রকাশ করে দেশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে তারা।

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজ়ারিক একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ''রবিবার ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে হওয়া প্রবল বন্যায় যে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বহু মানুষ নিখোঁজ হয়ে পড়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব । দুর্গতদের পরিবার ও ভারত সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি ।''

এই কঠিন পরিস্থিতিতে ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিবৃতিতে রাষ্ট্রসংঘের তরফে আরও জানানো হয়েছে যে, ''প্রয়োজন হলে উদ্ধারকাজ ও অন্য সাহায্যে অংশ নিতে প্রস্তুত রাষ্ট্রসংঘ।''

উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 14টি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ 170 জন ৷ অপরদিকে, তপোবনের টানেলে আটকে থাকা 16 জনের মধ্যে 12 জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

আরও পড়ুন:প্রকৃতির রোষে উত্তরাখণ্ড: ভারতের পাশে বিশ্ব

চামোলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷ উদ্ধারে নামানো হয়েছে সেনা। যোশীমঠের কাছে রিঙ্গি এলাকায় সেনার চারটি বাহিনী রয়েছে। আরও দুই বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। দুটি জেসিবি মেশিন নিয়ে ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্সের কর্মীদের পাঠানো হয়েছে রিঙ্গি এলাকায়। আকাশপথে উদ্ধারের জন্য পাঠানো হয়েছে সেনার চিতা হেলিকপ্টার। প্রস্তুত রাখা হয়েছে, মার্কোস কমান্ডোদেরও। দিল্লি থেকে 16 জন মার্কোস কমান্ডো ও মুম্বই থেকে 40 জন কমান্ডোকে প্রস্তুত রাখা হয়েছে।

Last Updated : Feb 8, 2021, 11:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details