প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), 6 মার্চ: উমেশ পাল হত্যা মামলার (Umesh Pal murder case) প্রধান অভিযুক্ত শ্যুটার বিজয় চৌধুরীর মৃত্যু হল ৷ প্রয়াগরাজে সোমবার সকালে এক এনকাউন্টারে সে মারা যায় বলে খবর ৷ বিজয় চৌধুরী ওরফে উসমান প্রয়াগরাজ হত্যাকাণ্ডে উমেশ পালকে প্রথম গুলি করে বলে অভিযোগ উঠেছিল । উমেশ পাল হত্যা মামলার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে পেয়েছে পুলিশ । তাতে দেখা গিয়েছে, উমেশের গাড়ি থামার সঙ্গে সঙ্গে তাঁর কাছাকাছি আসে হামলাকারী ৷ এরপর উমেশ পাল এবং তাঁর সরকারীকে লক্ষ্য করে পিস্তল থেকে প্রথম গুলি চালায় শ্যুটার বিজয় । এদিনের এনকাউন্টারে পুলিশের হাতে ওই বন্দুকধারী নিহত হয়েছে ৷ এমনটাই জানিয়েছে পুলিশ । প্রয়াগরাজের কাউন্দিয়ারা থানা এলাকায় পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে এই এনকাউন্টার হয় ।
উমেশ পালের হত্যাকারীদের খোঁজে পুলিশের দল সেখানে পৌঁছয় ৷ তারপরেই এনকাউন্টার হয় পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে । সূত্রের খবর, শুটার উসমান ওরফে বিজয় চৌধুরী পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । পুলিশও পালটা গুলি চালালে গুলিবিদ্ধ হয় উসমান । পুলিশ তাকে চিকিৎসার জন্য এসআরএন হাসপাতালে (SRN Hospital) পাঠায় ৷ সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় । পুলিশ এনকাউন্টারে নিহত উসমান প্রয়াগরাজের বাসিন্দা বলে জানা গিয়েছে । তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা রয়েছে ।