পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Umar Khalid: দিল্লি হিংসার মামলা থেকে রেহাই পেলেন উমর খালিদ, তবে থাকতে হবে জেলেই - জামিন পেলেন উমর খালিদ

2020 সালে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা ছড়ায় ৷ সেই ঘটনা সংক্রান্ত একটি মামলা থেকে শনিবার মুক্তি পেয়েছেন উমর খালিদ (Umar Khalid acquitted in Delhi riots stone throwing case) ৷

ETV Bharat
umar khalid acquitted

By

Published : Dec 3, 2022, 10:21 PM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: 2020 দিল্লি হিংসার একটি মামলা থেকে রেহাই পেলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ (Umar Khalid) ৷ পাথর ছোঁড়ার একটি মামলায় শনিবার তাঁকে মুক্তি দিয়েছে কারকারদুমা আদালত ৷ এই মামলার অভিযোগ থেকে একই সঙ্গে মুক্তি পেয়েছেন 'ইউনাইটেড এগেনস্ট হেট' মঞ্চের সদস্য খলিদ সাইফিও ৷ এনআরসি-সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন 2020 সালের ফেব্রুয়ারি মাসে হিংসা ছড়িয়েছিল উত্তর-পূর্ব দিল্লিতে (Umar Khalid acquitted in Delhi riots stone throwing case) ৷

তবে উমর খালিদরা ছাড়া পেলেও এই মামলায় চার্জ গঠন হয়েছে আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন ও তার ভাই শাহ আলমের বিরুদ্ধে ৷ 2020 সালে দিল্লির খাজুরি খাস পুলিশ স্টেশনে এই অভিযোগটি দায়ের হয়েছিল ৷

আরও পড়ুন:হিন্দি শেখাতে ডেকে ধর্ষণের চেষ্টা ! গ্রেফতার অধ্যাপক

তবে এই মামলা থেকে রেহাই পেলেও জেল হেফাজতেই থাকতে হবে উমর খালিদ ও খলিদ সইফিকে ৷ এই হিংসার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল ৷ সেই সংক্রান্ত ইউএপিএ মামলার শুনানি এখনও চলছে ৷ ফলে আপাতত জেলেই থাকতে হবে ইউএপিএ ধারায় অভিযুক্ত উমর খালিদকে ৷

ABOUT THE AUTHOR

...view details