পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের করোনা পরিস্থিতিতে মর্মাহত প্রিন্স চার্লস, সাহায্যের বার্তা - অক্সিজেন ফর ইন্ডিয়া

একটি বিবৃতিতে 72 বছর বয়সি যুবরাজ জানিয়েছেন, "বছরখানেক ধরে চলতে থাকা এই প্যানডেমিকের প্রভাবে বিশ্বের নানা দেশ বিপর্যস্ত ৷ এই সপ্তাহে ভারতের ভয়ঙ্কর পরিস্থিতির দৃশ্য দেখে আমি গভীর ভাবে মর্মাহত ৷"

ভারতের পাশে যুবরাজ চার্লস
ভারতের পাশে যুবরাজ চার্লস

By

Published : Apr 29, 2021, 7:38 AM IST

Updated : Jun 28, 2022, 1:13 PM IST

লন্ডন, 29 এপ্রিল : ভারতের করোনা সংকটে এবার পাশে দাঁড়ালেন ব্রিটেনের যুবরাজ চার্লস ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতকে "আমরা অবশ্যই ভারতকে সাহায্য করব"-এই কথা জানিয়েছে তাঁর সংস্থা "ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট" ৷ তিনি ব্রিটেনবাসীর কাছে ভারতের এই অবস্থার মোকাবিলা করতে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন ৷

ক্ল্যারেন্স হাউজ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে 72 বছর বয়সি যুবরাজ জানিয়েছেন, "বছরখানেক ধরে চলতে থাকা এই প্যানডেমিকের প্রভাবে বিশ্বের নানা দেশ বিপর্যস্ত ৷ এই সপ্তাহে ভারতের ভয়ঙ্কর পরিস্থিতির দৃশ্য দেখে আমি গভীর ভাবে মর্মাহত ৷"

আরও পড়ুন: করোনার ভারতীয় ভ্যারিয়ান্টের সংক্রমণ রুখতে সক্ষম কোভ্যাকসিন, দাবি মার্কিন মেডিকেল অফিসারের

ভারতকে সাহায্য করা প্রসঙ্গে তিনি বলেন, "ভারতবাসীর জীবন বাঁচানোর জন্য ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট জরুরি ভিত্তিতে আবেদন জানিয়েছে ৷ এখানে ভারতীয় অভিবাসীদের সদস্যরা অন্যান্য ব্যবসায়িক সংগঠন, সংস্থাও ইতিমধ্যে এই আবেদনে সাড়া দিয়েছে ৷ আশা করছি আরো বেশি সাহায্য করতে পারব ৷ অন্য অনেকের মতো আমিও ভারতকে ভালবাসি ৷"

দ্য ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন প্রিন্স চার্লস ৷ জরুরি ভিত্তিতে "অক্সিজেন ফর ইন্ডিয়া" নামে একটি আবেদনের মাধ্যমে ভারতের হাসপাতালগুলিতে পাঠানোর জন্য অক্সিজেনর সংগ্রহের কাজ শুরু করেছে এই সংস্থা ৷ এই আবেদনকে সমর্থন জানিয়েছে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট-এর সহযোগী সংস্থা ব্রিটিশ ইন্টারন্যাশনাল ডক্টরস অ্যাসোসিয়েশন (বিআইডিএ) ৷

Last Updated : Jun 28, 2022, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details