হায়দরাবাদ, 3 অক্টোবর: হোমওয়ার্ক করে আনেনি ৷ এতেই রেগে গিয়েছিলেন শিক্ষক ৷ যার শাস্তি হিসেবে খুদে পড়ুয়ার মাথায় স্লেট দিয়ে মেরেছিলেন ৷ আঘাতের অভিঘাত এতটাই প্রবল ছিল যে তার জেরে মৃত্যু হল খুদে পড়ুয়ার ৷ মৃত ছাত্রের নাম হেমন্ত ৷ সে তেলেঙ্গানার রামন্তপুর শহরের বিবেক নগরের কৃষ্ণবেণী ট্যালেন্ট স্কুলের আপার কেজিতে পড়ত ৷ শনিবার বাড়ির কাজ করে না আনায় শিক্ষক ওই পড়ুয়ার মাথায় স্লেট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ৷
এই ঘটনার খবর পাওয়া মাত্রই স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ হেমন্তকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি ৷ আঘাত এতটাই গুরুতর ছিল যে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় তার ৷ ছেলের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে বাবা-মা ও আত্মীয়-পরিজনরা পড়ুয়ার দেহ নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এরপর স্কুল কর্তৃপক্ষ ঘটনার যথোপযুক্ত তদন্ত করে ন্যায়বিচারের আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় মৃত ছাত্রের পরিবার ৷ শেষকৃত্যের জন্য মৃতদেহ নিয়ে চলে যান পরিবারের সদস্যরা ৷